ইমদাদুল ইসলাম রনি,কুমিল্লা জেলা প্রতিনিধি : সারাদেশে একযোগে গতকাল বৃহস্পতিবার (১০ জুলাই) এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। এ বছর পরীক্ষায় পাসের হার ছিল ৬৮.৪৫ শতাংশ, আর জিপিএ-৫ অর্জন করেছে মোট ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী।
এরই মাঝে কুমিল্লা শিক্ষা বোর্ড থেকে ১২২৪ নম্বর পেয়ে ‘গোল্ডেন জিপিএ-৫’ অর্জন করে উপজেলা পর্যায়ে প্রথম স্থান অধিকার করে সবার নজর কাড়ে কুমিল্লার চান্দিনা উপজেলার বরকইট উদয়ন উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আনিসা নুর নাবিলা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু তপন চন্দ্র দেবনাথ বলেন- নাবিলা আবারও প্রমাণ করেছে-একাগ্রতা, অধ্যবসায় ও কঠোর পরিশ্রম যেকোনো স্বপ্ন পূরণে সক্ষম। আমি তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।”
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কাজী মাসুদ আবদুল কাদের বলেন-নাবিলা একদিন দেশ পরিচালনা ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এমনটিই প্রত্যাশা করছি। সে যেন সর্বোচ্চ যোগ্যতাসম্পন্ন একজন দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে ওঠে।
নাবিলার পিতা মোঃ আজহারুল ইসলাম, যিনি ইসলামী ব্যাংকের সিনিয়র অফিসার হিসেবে কর্মরত, তিনি আবেগভরে বলেন-“আমার মেয়ের এই অর্জনের পেছনে যাদের দোয়া, পরিশ্রম ও ভালোবাসা রয়েছে—আমি তাদের প্রতি কৃতজ্ঞ। বিশেষ করে বরকইট উদয়ন উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা আমাদের সন্তানকে গড়ার পেছনে অমূল্য অবদান রেখেছেন।”
নাবিলার মা মোসাঃ ফাতেমা বেগম বরকইট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত আছেন। এই দম্পতির দুই কন্যা ও এক পুত্র সন্তানের মধ্যে নাবিলা বড়।
বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, সহপাঠী ও এলাকাবাসী সবাই নাবিলার সাফল্যে গর্বিত।
ওনারা বলেন—“নাবিলা আমাদের এলাকার অহংকার। তার এ অর্জন আমাদের অনুপ্রেরণা জোগায়। আমরা তার আরও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।”