আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহ জেলার ভালুকা থানা এলাকায় অভিযান চালিয়ে ২৬০ গ্রাম হেরোইনসহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪, ময়মনসিংহ-এর সিপিএসসি কোম্পানির একটি আভিযানিক দল।
র্যাব সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ( ১০ জুলাই ২০২৫) ভোর সাড়ে ৫টার দিকে ভালুকা বাজার বাসস্ট্যান্ড সংলগ্ন “বায়তুল ফালাহ্ জামে মসজিদ” এর সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে র্যাব সদস্যরা। এ সময় সন্দেহভাজন মোঃ জুয়েল রানা (৩৫), পিতা- মৃত নুরুল ইসলাম, সাং- নয়াগোলা উত্তর ভবানীপুর, থানা- চাপাইনবাবগঞ্জ সদর, জেলা- চাপাইনবাবগঞ্জ-কে তল্লাশি চালিয়ে আটক করা হয়।
তল্লাশিকালে তার কাছ থেকে ২৬০ (দুইশত ষাট) গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যার বাজারমূল্য আনুমানিক ২৬ লক্ষ টাকা বলে জানিয়েছে র্যাব।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে ময়মনসিংহ জেলার ভালুকা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়, দেশের মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।