মোঃ আবীর হাসান, সাভার উপজেলা প্রতিনিধি : সাভার (ঢাকা): ঢাকার সাভারে হুজুরের ছদ্মবেশ ধারণ করে ইয়াবা বিক্রির সময় মো. জালাল আহমেদ (৬৩) নামের এক শীর্ষ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানে তার কাছ থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১১ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা।
ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তিনি দীর্ঘদিন ধরে আতরের ঘ্রাণে নিজেকে হুজুর হিসেবে পরিচয় দিয়ে টেকনাফ থেকে ইয়াবা এনে সাভারসহ আশেপাশের এলাকায় পাইকারি দরে বিক্রি করতেন।
গ্রেফতারকৃত জালাল আহমেদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
এ ঘটনায় সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।