সারাদেশ

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার ঈদ পূর্ণমিলনী ও পরিচিতি সভা

  প্রতিনিধি ১২ জুলাই ২০২৫ , ৪:৩৯:২৮ প্রিন্ট সংস্করণ

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার ঈদ পূর্ণমিলনী ফাইল ছবি

এইচ এম এরশাদ,আন্তর্জাতিক সংবাদদাতাঃ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক) ও মানবাধিকার ফাউন্ডেশনের যৌথ আয়োজনে ঢাকায় অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য ঈদ পূর্ণমিলনী ও পরিচিতি সভা। এতে অংশ নেন সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক, মানবাধিকারকর্মী, শিল্পী এবং সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান মো: শামছুল আলম এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক মোঃ আল-আমিন শাওন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ নুর আফরোজ বেগম জ্যোতি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: খন্দকার আলমগীর হোসেন, কোষাধ্যক্ষ, ঢাকা সাংবাদিক ইউনিয়ন চিত্রনায়ক যুবরাজ খান, চেয়ারম্যান, শিল্পী উন্নয়ন ফাউন্ডেশন

ড. শাহজাহান মজুমদার, চেয়ারম্যান, এফবিজেও ও সম্পাদক, দৈনিক একুশে সংবাদ কবি অশোক ধর, সম্পাদক, স্বদেশ বিচিত্রা

এ এফ এম রাসেল পাটোয়ারী, সিনিয়র ভাইস চেয়ারম্যান, আইন সহায়তা কেন্দ্র ও মানবাধিকার ফাউন্ডেশন মোহাম্মদ মনির হোসেন কাজী, সম্পাদক, পাক্ষিক বার্তা প্রবাহ মো:কামরুজ্জামান আসাদ, উপদেষ্টা হাজী মোসলেম হোসেন সরদার, পরিচালক

বক্তারা বলেন, আইন সহায়তা কেন্দ্র (আসক) ও মানবাধিকার ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে নিপীড়িত, প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে মানবাধিকার রক্ষায় কাজ করে যাচ্ছে। এই ধরনের আয়োজন মানবিক মূল্যবোধকে জাগ্রত করে এবং সামাজিক সম্প্রীতিকে আরও দৃঢ় করে তোলে।

সভায় সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা, কার্যক্রম সম্প্রসারণ এবং সদস্যদের আরও সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠান শেষে উপস্থিত সকলকে ঈদ শুভেচ্ছা উপহার প্রদান করা হয় এবং এক আনন্দঘন প্রীতিভোজের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।

Author

আরও খবর

Sponsered content