রাইবাতুল তানজুম রিমি,ক্রাইম রিপোর্টারঃ সোমবার (১৪ জুলাই) সকালে ময়মনসিংহের ভালুকা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের একটি ভাড়া বাসা থেকে তিনজনের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহতরা হলেন: ময়না আক্তার (৩০) তার মেয়ে রাইসা (৭) এবং ছেলে নীরব (২)
তাদের স্বামী রফিকুল ইসলাম নেত্রকোনার কেন্দুয়া পৌরসভার সেনের বাজার এলাকার বাসিন্দা। তিনি ভালুকার রাসেল স্পিনিং মিলে চাকরি করতেন এবং পরিবারসহ হায়উম মিয়ার বাসায় ভাড়া থাকতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে কাজ থেকে ফিরে রফিকুল বাড়ির দরজায় তালা দেখতে পান। অনেক ডাকাডাকির পর সাড়া না পেয়ে তালা ভেঙে ঘরে ঢুকে স্ত্রী ও সন্তানদের গলাকাটা মরদেহ দেখতে পান।
পুলিশ ধারণা করছে—এটি পূর্বপরিকল্পিত একটি নির্মম ত্রিমুখী হত্যাকাণ্ড।