মোঃ রেদানুল হাসান রনজু,সিনিয়র স্টাফ রিপোর্টারঃ যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যের ওপর ৩৫% নতুন শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছে, যা ১ আগস্ট থেকে কার্যকর হবে। এতে মোট শুল্ক দাঁড়াবে প্রায় ৫১%। ফলে মার্কিন ক্রেতারা নতুন অর্ডার স্থগিত করছে এবং চলমান চালানের খরচ বাংলাদেশি রপ্তানিকারকদের ভাগ করে নিতে বলছে।
বিজিএমইএ ও বিকেএমইএ জানিয়েছে, কিছু প্রতিষ্ঠান অর্ডার বাতিল করছে, আবার কেউ কেউ ৫% ডিসকাউন্ট দাবি করছে। কিছু বড় ব্র্যান্ড অর্ডার বন্ধ রেখেছে বা স্থগিত করেছে।
রপ্তানিকারকরা শঙ্কা প্রকাশ করে বলেছেন, দ্রুত সমাধান না হলে যুক্তরাষ্ট্রে রপ্তানি হ্রাস পেতে পারে, যা অন্যান্য বাজারেও নেতিবাচক প্রভাব ফেলবে।
বাংলাদেশ সরকার এখন আলোচনা চালিয়ে যাচ্ছে শুল্ক কমানোর লক্ষ্যে। তবে শুল্ক কার্যকর হওয়ার আগেই অনেক ক্রেতা দর কমাতে চাপ দিচ্ছে।