দুর্ঘটনা

রামগঞ্জে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের অবহেলায: প্রান হারালো সিএনজি চালক পারভেজ

  প্রতিনিধি ১৫ জুলাই ২০২৫ , ৭:১৮:৩৭ প্রিন্ট সংস্করণ

মাসুদ রানা, লক্ষ্মীপুর :  লক্ষ্মীপুরের রামগঞ্জে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের অবহেলায় পারভেজ হোসেন (১৯) নামের এক সিএনজি অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন স্বজনরা।

ঘটনাটি ঘটেছে উপজেলার ৩নং ভাদুর ইউনিয়নের উত্তরগ্রাম এলাকার মাইঝের বাড়ী সংলগ্ন রাস্তায়।
এলাকাবাসী জানান সোমবার বিকালে বসত বাড়ির রাস্তার উপর বিদ্যুতের খোলা তার পেঁচিয়ে কেথুড়ী বাজারের অদূরে উপজেলার ৩নং ভাদুর ইউনিয়নের উওরগ্রাম এলাকার মাইঝের বাড়ির পারভেজ (১৯) নামের এক সিএনজি অটোরিকশা চালকের মৃত্যুর ঘটনা ঘটেছে। দুপুরের খাবার খেতে বাসায় যাওয়ার পথে রাস্তায় পড়ে থাকা পল্লী বিদ্যুতের খোলা তারের সাথে পেঁচিয়ে তার মৃত্যু হয়।
পারভেজ হোসেনের চাচা মনির হোসেন জানান উত্তরগ্রাম মাইঝের বাড়ি ও রশিদ ব্যাপারির বাড়ির মধ্যকার পল্লী বিদ্যুতের খোলা তার কোন এক সময় ছিঁড়ে রাস্তার উপর পড়ে যায়। আমার বড় ভাইয়ের ছেলে পারভেজ হোসেন হাজীগঞ্জ থেকে গ্যাস নিয়ে বাড়ীতে ভাত খেতে আসে। রাস্তার উপর পড়ে থাকা খোলা তারে বিদ্যুতায়িত হয়ে পড়লে আমরা পল্লী বিদ্যুত অফিসে ৫বার মোবাইলে কল করার পরপল্লী বিদ্যুতের ডিজিএম কল রিসিভ করে বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করে। আমরা তাকে উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাড়ীর লোকজন ও নিহতের বাবা বাবুল মিজি বলেন পল্লী বিদ্যুতের বর্তমান ও সাবেক ডিজিএমের কাছে মাইঝের বাড়ি ও রশিদ ব্যাপারির বাড়ির মধ্যকার পল্লী বিদ্যুতের খোলা তার সরানোর জন্য কয়েকবার মৌখিক ও লিখিত আবেদন করেও কোন সাড়া মেলেনি। বিদ্যুৎ কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলার কারনে পারভেজের মৃত্যুর ঘটনা ঘটেছে।
এলাকাবাসী ও স্থানীয় বাসিন্দা রবিন পাটোয়ারী বলেন ২ বছর আগে একই বাড়ির জামাল (৬৫) বাঁশ কাটতে গিয়ে একই তারে বিদ্যুৎষ্পৃষ্ট হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এছাড়া ২০২৪ইং সনে খোলা তার ছিঁড়ে মাইঝের বাড়ীর পুকুরে পড়লে পুকুরের সব মাছ মরে যায়।
রামগঞ্জ থানার উপ পরিদর্শক আবদুল বারী মৃধা জানান, এ বিষয়ে থানায় কোন অভিযোগ দায়ের করেনি কেউ।
তবে পল্লী বিদ্যুতের ডিজিএম শাহীন রেজা ফরাজীর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি লক্ষ্মীপুরে একটি মিটিং সেরে রামগঞ্জে ফিরছি। ঐ জায়গার তার সরানোর আবেদন সম্পর্কে আমার কিছু জানা নাই। ঘটনার সময় ফোন পেয়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করার বিষয়টি নিশ্চিত করেন তিনি।

Author

আরও খবর

Sponsered content