শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৯:৩৪ পূর্বাহ্ন
English
ব্রেকিং নিউজ
মালয়েশিয়া যেতে আগ্রহীদের সতর্ক করেছে কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন চাঁপাইনবাবগঞ্জে শহীদদের স্মরণে তারুণ্যের আইডিয়া প্রতিযোগিতার উদ্বোধন কুয়েতে ভিসা সত্যায়ন ব্যবস্থা চালু প্রবাসীদের সুরক্ষায় রাষ্ট্রদূতের নতুন উদ্যোগ নাটোরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার শাশুড়ি আটক রামগঞ্জে স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগ নেতাসহ ২ জন গ্রেফতার গোসলের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেল: জোরপূর্বক অবৈধ কাজে বাধ্য, শেষে তালাক ঠাকুরগাঁও সরকারি হাসপাতালে নানা অনিয়মের অভিযোগে দুদকের অভিযান “ক্ষমতার লোভ নতুন স্বৈরাচার তৈরি করবে-আল্লামা ইমাম হায়াত”, চেয়ারম্যানঃ ইনসানিয়াত বিপ্লব, বাংলাদেশ ময়মনসিংহে পথশিশুদের দিয়ে চলছে ব্যবসা পিরোজপুরে ভুয়া গোয়েন্দা আটক

৪৩ হাজার পৃষ্ঠার কাগজ জমা দিয়েও নিবন্ধনে বাদ NCP

Muktokathan news
  • Update Time : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ৪৩ Time View

মুক্তকথন ডেস্ক  :  নতুন রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন পেতে প্রায় ৪৩ হাজার পৃষ্ঠার কাগজপত্র জমা দিয়েও প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হতে পারেনি জাতীয়তাবাদী নাগরিক পার্টি (NCP)। দলটিকে নিবন্ধনের পরবর্তী ধাপে যেতে হলে নতুন করে আরও কিছু কাগজপত্র জমা দিতে হবে বলে জানিয়েছে ইসি।

আজ মঙ্গলবার (১৫ জুলাই) নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ সাংবাদিকদের জানান— “প্রথম ধাপে ৬২টি দলকে চিঠি দেওয়া হবে। যাদের কাগজে ত্রুটি রয়েছে, তাদের ১৫ দিনের সময় দেওয়া হবে তা সংশোধনের জন্য। পরে অন্য দলগুলোকেও চিঠি পাঠানো হবে।”

এর আগে, জুন মাসের শেষদিকে নিবন্ধন সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র ট্রাকে করে নির্বাচন কমিশন ভবনে জমা দেয় এনসিপি। দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটওয়ারী জানান, নিবন্ধনের জন্য প্রয়োজনীয় শর্ত পূরণ করে সব ধরনের কাগজ তারা জমা দিয়েছেন। প্রতিনিধিদল নির্বাচনী ভবনে গিয়ে মূল আবেদনপত্রও জমা দেয়।

তবে নির্বাচন কমিশনের যাচাই-বাছাইয়ে দেখা গেছে, জমা দেওয়া বিপুল পরিমাণ ডকুমেন্টেও কিছু ত্রুটি ও ঘাটতি রয়েছে, ফলে দলটি এখনো নিবন্ধন সনদ পায়নি।

 

নতুন দল নিবন্ধনের শর্তসমূহ:

• একটি সক্রিয় কেন্দ্রীয় কার্যালয় থাকতে হবে।
• কমপক্ষে এক-তৃতীয়াংশ প্রশাসনিক জেলায় কার্যকর কমিটি থাকতে হবে।
• ১০০টি উপজেলা বা মহানগর থানায় অন্তত ২০০ জন ভোটারের সমর্থনপত্র থাকতে হবে।
• দরখাস্তের সঙ্গে গঠনতন্ত্র, ইশতেহার, লোগো, পতাকা, কেন্দ্রীয় কমিটির তালিকা, ব্যাংক হিসাবসহ নির্ধারিত সব তথ্য জমা দিতে হবে।

নির্বাচন কমিশনের যাচাই-বাছাই শেষে যদি সব শর্ত পূরণ হয়, তাহলে দলটিকে দলীয় প্রতীকসহ নিবন্ধন সনদ প্রদান করা হবে।

বর্তমানে নির্বাচন কমিশনের কাছে নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে ৫১টি।

Authors

Please Share This News in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© Muktakathan Kalyan Foundation ©
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102