রাজনীতি

নরসিংদী জেলা বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে মির্জা ফখরুলের মতবিনিময়

  প্রতিনিধি ১৬ জুলাই ২০২৫ , ১:৫৮:৪৭ প্রিন্ট সংস্করণ

নরসিংদীর প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে এক সৌজন্য ও মতবিনিময় সভা করেছেন নরসিংদী জেলা ও উপজেলার শীর্ষস্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।

মতবিনিময়কালে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, সাধারণ সম্পাদক মনজুর এলাহী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু ছালেক রিকাবদার এবং উপজেলা যুবদলের সদস্য সচিব আপেল মাহমুদ সুমন মুন্সি।

বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি, আন্দোলন-সংগ্রামের রূপরেখা, সাংগঠনিক কর্মকাণ্ড এবং তৃণমূলের নানা দিক নিয়ে আলোচনা হয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তৃণমূল নেতাদের সাহসী ভূমিকার প্রশংসা করে আগামী দিনের আন্দোলনে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।

সভায় নেতারা গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

নেতারা জানান, এই ধরনের মতবিনিময় ভবিষ্যতে আন্দোলনের গতি আরও বেগবান করবে এবং দলের ভিত আরও শক্তিশালী করবে।

Author

আরও খবর

Sponsered content