মাদক

ময়মনসিংহে ৩০০ বোতল বিদেশি মদসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক

  প্রতিনিধি ১৬ জুলাই ২০২৫ , ৫:৪৫:৪৯ প্রিন্ট সংস্করণ

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহ নগরীর দিগারকান্দা এলাকায় কোতোয়ালী মডেল থানা পুলিশের একটি সফল অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে একটি প্রাইভেটকার জব্দ করা হয়, যার ভেতরে বস্তাভর্তি অবস্থায় এসব মদ বহন করা হচ্ছিল।

পুলিশ জানায়, বুধবার (১৬ জুলাই ২০২৫) দুপুরে দিগারকান্দা এলাকায় অভিযান পরিচালনা করে প্রায় ৩০০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। মাদকগুলো একটি ব্যক্তিমালিকানাধীন প্রাইভেটকারে লুকিয়ে রাখা হয়েছিল। তবে অভিযানকালে গাড়ির চালক কিংবা কোনো মাদক পরিবহণকারীকে ঘটনাস্থলে পাওয়া যায়নি, ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।

এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)মোঃ শিবিরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা দ্রুত অভিযান চালাই। ঘটনাস্থল থেকে একটি প্রাইভেটকারে লুকানো ভারতীয় উৎপাদিত ৩০০ বোতল মদ উদ্ধার করা হয়েছে। জব্দ করা গাড়ি ও মদ বর্তমানে আমাদের হেফাজতে রয়েছে।

তিনি আরও বলেন,গাড়িটির মালিকানা শনাক্তে আমরা কাজ করছি। পাশাপাশি মাদক চক্রের সাথে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয়দের অভিযোগ, ময়মনসিংহসহ আশপাশের এলাকায় ভারতীয় সীমান্তপথ ব্যবহার করে নিয়মিতভাবে মদ, ইয়াবা, ফেনসিডিলসহ নানা ধরনের মাদক পাচার হচ্ছে। এতে শহর ও গ্রামাঞ্চলের তরুণ প্রজন্ম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং মাদক চক্রের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।

Author

আরও খবর

Sponsered content