সারাদেশ

আমতলীতে ২৭জন প্রতিবন্ধী শিশু পেল হুইল চেয়ার

  প্রতিনিধি ১৭ জুলাই ২০২৫ , ১:৫৩:৪৭ প্রিন্ট সংস্করণ

মাইনুল ইসলাম রাজু,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ আমতলীতে ২৭ জন হতদরিদ্র প্রতিবন্ধী শিশুদের মাঝে হুইল চেয়ার বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে আমতলী পৌরসভা কার্যালয়ের সামনে ওয়ার্ল্ড ভিশন ও এনএসএস এ হুইল চেয়ার বিতরন করেন।

এনএসএস এর নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পাননার সভাপতিত্বে অনুষ্ঠিত হুইল চেয়ার বিতরনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান আতিথি আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রোকনুজ্জামান খান। উদ্বোধনী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক হাসান, আমতলী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল আলম, ওয়ার্ল্ড ভিশন আমতলী এপির এড়িয়া প্রোগ্রাম) ম্যানেজার বিপ্লব আইজ্যাক সরদার, একাডেমিক সুপার ভাইজার মো. গোলাম মাহমুদ সেলিম, আমতলী পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মো. মামুনুর রশিদ, হিসাব রক্ষন কর্মকর্তা মো. নাসির উদ্দিন ও প্রোগ্রাম ম্যানেজার মৃদুল চন্দ্র সরকার প্রমুখ।

Author

আরও খবর

Sponsered content