বাংলাদেশ

সকল মোবাইল গ্রাহক অপারেটরদের জন্য ১৮জুলাই পাচ্ছেন ১ জিবি ডাটা, জেনে নিন কীভাবে পাবেন

  প্রতিনিধি ১৭ জুলাই ২০২৫ , ১:৩৪:৪৯ প্রিন্ট সংস্করণ

তানভীর ভুইয়া, ব্রাক্ষণবাড়িয়া প্রতিনিধিঃ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আগামি ১৮ জুলাই (শুক্রবার) ‘ফ্রি ইন্টারনেট ডে’ ঘোষণা করেছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। এই দিনটিতে দেশের সব মোবাইল ফোন ব্যবহারকারী পাচ্ছেন ৫ দিন মেয়াদি ১ জিবি ইন্টারনেট একদম বিনামূল্যে।

এই উদ্যোগ বাস্তবায়নে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) সকল মোবাইল অপারেটরকে নির্দেশনা দিয়েছে, যাতে করে ১৮ জুলাই-এ প্রতিটি গ্রাহক ফ্রি ডাটা উপভোগ করতে পারে।
বিটিআরসি’র সিস্টেম অ্যান্ড সার্ভিসেস বিভাগ বুধবার (১৬ জুলাই) এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে জানায়,

৮ জুলাই কমিশনের ভাইস-চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুযায়ী এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নির্দেশনার আলোকে, ১৮ জুলাই দিনব্যাপী ফ্রি ইন্টারনেট দিবসে দেশের প্রতিটি মোবাইল গ্রাহককে ৫ দিন মেয়াদে ১ জিবি ফ্রি ইন্টারনেট সরবরাহের নির্দেশনা দেওয়া হয়েছে।”

কীভাবে ফ্রি ১ জিবি ডাটা পাবেন?

সরাসরি নিচের কোডগুলো ডায়াল করে আপনি আপনার ফ্রি ডেটা সংগ্রহ করতে পারবেন

গ্রামীণফোন (GP): *121*1807#

রবি (Robi): *4*1807#

বাংলালিংক (Banglalink): *121*1807#

টেলিটক (Teletalk): *111*1807#
এবং এই ডাটার মেয়াদ থাকবে নির্ধারিত সময়ে থেকে ৫দিন পর্যন্ত।

উদ্দেশ্য ও গুরুত্ব

সরকারি পর্যায়ে জানানো হয়েছে, এই ফ্রি ডাটা কর্মসূচির উদ্দেশ্য হলো—

জুলাই গণঅভ্যুত্থান দিবস স্মরণ

জনআকাঙ্ক্ষা পূরণে জনগণের অংশগ্রহণ বৃদ্ধি

ডিজিটাল বাংলাদেশে জনগণের তথ্যপ্রযুক্তি প্রবেশাধিকার আরও সহজলভ্য করা
এছাড়া, জনসচেতনতা বাড়াতে এবং ইন্টারনেট ব্যবহারে উৎসাহিত করতেও দিনটিকে ‘ফ্রি ইন্টারনেট ডে’ হিসেবে পালন করা হবে।

Author

আরও খবর

Sponsered content