আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে ট্যাপেন্টাডল নামক নিষিদ্ধ ওষুধ জাতীয় মাদকদ্রব্যসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৪ এর সিপিএসসি (ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজড কোম্পানি), ময়মনসিংহ।
র্যাব সূত্রে জানা যায়,১৮ জুলাই ২০২৫ রাত আনুমানিক ২টা ১০ মিনিটের দিকে র্যাব-১৪, সিপিএসসি ময়মনসিংহের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডের রহমতপুর গ্রামের হাজীর বাড়ী মোড় এলাকায় “আমিরুল ওয়ার্কশপ”-এর সামনে অভিযান পরিচালনা করে। অভিযানে ৯০ (নব্বই) পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো:
১। সবুজ (২৫), পিতা–চাঁন মিয়া
২। মোঃ জনি (২৭), পিতা–মোঃ রবিউল ইসলাম
দু’জনেই ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার রহমতপুর (কাজিরগাঁও) এলাকার বাসিন্দা।
র্যাব জানায়, উদ্ধারকৃত ট্যাপেন্টাডল ট্যাবলেটের আনুমানিক বাজার মূল্য ৯,০০০ (নয় হাজার) টাকা। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে আসামি ও আলামত যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৪ এর পক্ষ থেকে জানানো হয়, সমাজ থেকে মাদক নির্মূলে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।