জনপ্রিয় - নিউজ

২১ শে জুলাইয়ের প্রস্তুতি সভা হয়ে গেল জয়নগরের ময়দায় 

  প্রতিনিধি ১৮ জুলাই ২০২৫ , ১০:১২:১৩ প্রিন্ট সংস্করণ

মোমিন আলি লস্কর ও উজ্জ্বলবন্দ্যোপাধ্যায় জয়নগর :   একদিকে সামনে বিধানসভার নির্বাচন, আর আরেকদিকে বিধানসভার আগে মেগা ২১ শে জুলাই।তৃনমূল নির্বাচন আগে এই ২১ শে জুলাইকে পাখির চোখ করে এগোতে চাইছে। তাইতো এই ২১ শে জুলাইয়ের শহীদ দিবসে ঐতিহাসিক মহাসমাবেশ আকার নেবে বলে আশা করছে তৃনমূল নেতৃত্ব। তাই ছোট বড় সব রকমের প্রস্তুতি সভা চলছে প্রতিটা গ্রামে গ্রামে।আর বৃহস্পতিবার বিকালে জয়নগর বিধানসভার জয়নগর দু নম্বর ব্লকের ময়দা হাইস্কুলের মোড়ে ময়দা অঞ্চল তৃনমূল কংগ্রেসের উদ্যোগে ২১ শে জুলাইয়ের প্রস্তুতি সভা হয়ে গেল। যাতে উপস্থিত জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস,জয়নগর এক নম্বর ব্লক তৃনমূল কংগ্রেসের সভাপতি তুহিন বিশ্বাস,জয়নগর দু নং ব্লক তৃনমূল সংখ্যা লঘু সেলের সভাপতি শিক্ষক সাহাবুদ্দিন শেখ,ময়দা পঞ্চায়েত প্রধান মানু মন্ডল,উপপ্রধান রহিম সরদার,ময়দা অঞ্চল তৃনমূল কংগ্রেসের সভাপতি জান্নাত হোসেন মোল্লা সহ আরো অনেকে।এদিন জয়নগর এক নং ব্লক তৃনমূল কংগ্রেসের সভাপতি তুহিন বিশ্বাস বলেন,মানুষের আবেগ তৃনমূল কংগ্রেস। আর আবার ২০২৬ সালে বিধায়ক বিশ্বনাথ দাস ৭০ হাজারের বেশি ভোটে জিতে তৃতীয়বার বিধায়ক হবে, যতই আম জাম কাঁঠাল,এস ইউ সি,সিপিএম,বিজেপি এক জায়গায় হোক না কেন।বিধায়ক বিশ্বনাথ দাস বলেন,এবারের ২১ শে জুলাইয়ের শহীদ দিবসে ঐতিহাসিক মহাসমাবেশ হবে। আর আমার জয়নগর বিধানসভা থেকে ১২ হাজার মানুষ শহীদ দিবসে কলকাতায় যাবে।এদিনের এই সভায় মহিলাদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতন।

Author

আরও খবর

Sponsered content