বিশেষ প্রতিনিধি, আল আমিন খান : দেশের জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কটুক্তি ও মানহানিকর বক্তব্য দেওয়ার প্রতিবাদে ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের উদ্যোগে এক প্রতিবাদ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ময়মনসিংহ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে অংশগ্রহণ করেন দক্ষিণ জেলা যুবদলের নেতা-কর্মীরা।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের আহ্বায়ক প্রার্থী গোলাম মোশোওয়ার মোহাম্মদ সোহাগ। তিনি বলেন,
তারেক রহমানকে উদ্দেশ্য করে কটুক্তি করে যারা দেশের রাজনৈতিক পরিবেশকে অশান্ত করতে চাইছে, যুবদল তাদের বিরুদ্ধে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তুলবে। তারেক রহমান এই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার সংগ্রামের প্রতীক।”
এ সময় অন্যান্য নেতারা বলেন, অপপ্রচার চালিয়ে তারেক রহমানের জনপ্রিয়তা ম্লান করা যাবে না। তার বিরুদ্ধে কটুক্তিকারীদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা।
যুবদল নেতা জনাব আবু বকর মীর বলেন যুবদল সব সময় রাজপথে ছিল থাকবে ইনশাল্লাহ
যুবদল নেতা নাদিম শেখ বলেন আমাদের নেতা তারেক রহমানকে নিয়ে কেউ যদি কটুক্তি করেন কোনভাবে ছাড় দিবে না যুবদল
যুবদল নেতা জামান শেখ বলেন তারেক রহমান আমাদের আইকন তাকে নিয়ে ষড়যন্ত্র করলে কাউকে ছাড় দেওয়া হবে না
বিক্ষোভ মিছিল শেষে নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করেন এবং ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।