প্রযুক্তি

রক্তদানে উৎসাহ ও বিভিন্ন সামাজিক উন্নয়ন কাজে মানুষের পাশে বন্ধুমহল ফাউন্ডেশন।

  প্রতিনিধি ২০ জুলাই ২০২৫ , ৬:০১:০৯ প্রিন্ট সংস্করণ

তাসদিত হায়দার সাজিদ, বরিশাল জেলা প্রতিনিধি: 

বরিশালের আগৈলঝাড়া উপজেলার মানুষদের রক্তদানে উৎসাহিত করতে আজ শনিবার বিকাল ৫ ঘটিকায় বন্ধুমহল ফাউন্ডেশনের উদ্যোগে আগৈলঝাড়া থানা ও বাজার এলাকায় অনুষ্ঠিত হয় বিশেষ সচেতনতামূলক কার্যক্রম, রক্তদান নিয়ে ভাবুন, জীবন বাঁচাতে আগান”।

বাজারজুড়ে রক্তদানের উপকারিতা তুলে ধরে লিফলেট বিতরণ ও সরাসরি প্রচার চালানো হয়।

বন্ধুমহল ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা, হৃদয় বাড়ৈ, শফিকুল ইসলাম, মোহাম্মদ আকাশ, তারিকুল ইসলাম রাজিব, রাব্বি হাওলাদার, লিমন শিকদার, সাগর বাড়ৈ, রাহাত খান ও শরিফুল পাইক সক্রিয়ভাবে মানুষের মাঝে রক্তদানের বার্তা ছড়িয়ে দেন।

 

স্থানীয় জনগণের মাঝে ব্যাপক আগ্রহ দেখা দেয় এবং অনেকে ভবিষ্যতে রক্তদানে আগ্রহ প্রকাশ করেন।

স্বেচ্ছাসেবক লিমন শিকদার বলেন:

“মানুষের পাশে থাকাটাই মানবতা। রক্তদানের মতো একটি জীবন রক্ষাকারী কাজে সচেতনতা ছড়িয়ে দিতে পেরে আমরা গর্বিত। শুধু রক্ত নয়, মানবতার যেকোনো ডাকে বন্ধু মহল ফাউন্ডেশন সবসময় পাশে থাকবে ইনশাআল্লাহ।”

Author

আরও খবর

Sponsered content