তাসদিত হায়দার সাজিদ, বরিশাল জেলা প্রতিনিধি:
বরিশালের আগৈলঝাড়া উপজেলার মানুষদের রক্তদানে উৎসাহিত করতে আজ শনিবার বিকাল ৫ ঘটিকায় বন্ধুমহল ফাউন্ডেশনের উদ্যোগে আগৈলঝাড়া থানা ও বাজার এলাকায় অনুষ্ঠিত হয় বিশেষ সচেতনতামূলক কার্যক্রম, রক্তদান নিয়ে ভাবুন, জীবন বাঁচাতে আগান”।
বাজারজুড়ে রক্তদানের উপকারিতা তুলে ধরে লিফলেট বিতরণ ও সরাসরি প্রচার চালানো হয়।
বন্ধুমহল ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা, হৃদয় বাড়ৈ, শফিকুল ইসলাম, মোহাম্মদ আকাশ, তারিকুল ইসলাম রাজিব, রাব্বি হাওলাদার, লিমন শিকদার, সাগর বাড়ৈ, রাহাত খান ও শরিফুল পাইক সক্রিয়ভাবে মানুষের মাঝে রক্তদানের বার্তা ছড়িয়ে দেন।
স্থানীয় জনগণের মাঝে ব্যাপক আগ্রহ দেখা দেয় এবং অনেকে ভবিষ্যতে রক্তদানে আগ্রহ প্রকাশ করেন।
স্বেচ্ছাসেবক লিমন শিকদার বলেন:
“মানুষের পাশে থাকাটাই মানবতা। রক্তদানের মতো একটি জীবন রক্ষাকারী কাজে সচেতনতা ছড়িয়ে দিতে পেরে আমরা গর্বিত। শুধু রক্ত নয়, মানবতার যেকোনো ডাকে বন্ধু মহল ফাউন্ডেশন সবসময় পাশে থাকবে ইনশাআল্লাহ।”