মোঃ মাহমুদুল হাসান, গবি সংবাদদাতা: গণ বিশ্ববিদ্যালযয়ের ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতির দায়িত্ব পালন করবেন মুশফিকুর রহমান শাওন (২য় ব্যাচ) এবং সাধারণ সম্পাদক মো. ফজলে রাব্বি (২য় ব্যাচ)।
সোমবার (২১ জুলাই) বেলা ১২টায় ইইই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক সিরাজুল ইসলামের কার্যালয়ে, ২০ সদস্য বিশিষ্ট ৩ বছর মেয়াদি এই কমিটির ঘোষণা করা হয়।
কমিটির দায়িত্বপ্রাপ্ত অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মাহমুদুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ, সাংগঠনিক সম্পাদক নাঈম মাহমুদ, সহ সাংগঠনিক সম্পাদক মুজাহিদ খান, কোষাধ্যক্ষ রিফাত হোসেন মাহিন, দপ্তর সম্পাদক মোমিনুল ইসলাম, প্রচার সম্পাদক সজীব চক্রবর্তী, সাংস্কৃতিক সম্পাদক আবু মুহাম্মদ রুইয়াম, সমাজসেবা বিষয়ক সম্পাদক আবিদ হাসান রাজু, ক্রিড়া সম্পাদক আফরাইম কবির অনিক, শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মুনতাসির মাহমুদ শিশির, ছাত্রী বিষয়ক সম্পাদক শাহনাজ আক্তার। কার্যকরী সদস্য মো. এহসান-উল-করিম, সাকিব আহমেদ, মোহতাসিম লসকর হৃদয়, মো. সজিব মিয়া, দিপু সূত্রধর, মো. শরিফ উল্লা
প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করবেন অধ্যাপক মো. সিরাজুল ইসলাম। উপদেষ্টা পরিষদে থাকবেন প্রভাষক শ্রী মৃদুল কান্তি সাহা, প্রভাষক আল-আমিন সরকার এবং মামুনুর রশিদ (ইইই ১ম ব্যাচ)।
নব কমিটির সাধারণ সম্পাদক মো: ফজলে রাব্বি বলেন, "আমরা বিশ্বাস করি, অ্যালামোনাই অ্যাসোসিয়েশন শুধু একটি সংগঠন নয়, বরং এটি একটি পরিবার—যেখানে আমরা আমাদের অভিজ্ঞতা, সংযোগ ও সহানুভূতি ভাগ করে নিতে পারি। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, সকলের সহযোগিতায় আমরা এই অ্যাসোসিয়েশনকে আরও কার্যকর, সক্রিয় ও উপযোগী করে তুলবো।"
সভাপতি মুশফিকুর রহমান শাওন বলেন, “ইইই অ্যালামনাই অ্যাসেসিয়েশন গঠনের মাধ্যমে গণ বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম সৃষ্টি হলো। এই কমিটির মাধ্যমে আমরা পেশাগত নেটওয়ার্ক গড়ে তোলা সহ বর্তমান শিক্ষার্থীদের জন্য গাইডলাইন ও ইন্ডাস্ট্রি কানেকশন তৈরি এবং বিভাগের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখতে চাই। সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই আলোকিত ভবিষ্যতের পথে।”
উল্লেখ্য ২০১৬ সালে ইইই বিভাগ প্রতিষ্ঠা হয় এবং ২০২৫ সাল পর্যন্ত ১৯ টি ব্যাচে শিক্ষার্থী ভর্তি সম্পন্ন হয়েছে। যেখানে ৮টি ব্যাচ সফলতার সাথে শিক্ষা-কার্যক্রম সম্পন্ন করেছে।