দুর্ঘটনা

গাজীপুরে অটো রিকশা চালকের মরদেহ উদ্ধার

  প্রতিনিধি ২২ জুলাই ২০২৫ , ৫:৫৮:০৯ প্রিন্ট সংস্করণ

মোঃ মুক্তাদির হোসেন, বিশেষ প্রতিনিধি :   গাজীপুরের কালীগঞ্জে আনোয়ার হোসেন (৫০) নামের এক অটো রিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে কালীগঞ্জ থানা পুলিশ। শনিবার (২০ জুলাই) দুপুরে উপজেলার মূলগাও মাদ্রাসার পাশে একটি ঝোপের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আনোয়ার হোসেন কালীগঞ্জ উপজেলার চৈতার পাড়া গ্রামের মৃত আজিম উদ্দিন ছেলে। তিনি দীর্ঘদিন যাবত কালীগঞ্জ এলাকায় অটো রিকশা চালাতেন।

স্থানীয়দের সাথে কথা বলে যানা যায়, প্রতিদিনের ন্যায় গতকাল ১৯জুলাই (শনিবার) রাতে অটো রিকশা নিয়ে বের হন। তার পর থেকে আনোয়ার হোসেনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আজ রবিবার দুপুরে স্থানীয় কিছু শিশু খেলতে গিয়ে ঝোপের মধ্যে মোবাইল এর শব্দে কাছে গিয়ে মরদেহ দেখতে পেলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলাউদ্দিন জানান মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি হত্যাকাণ্ড হতে পারে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

নিহতের পরিবার ও এলাকাবাসীর দাবি, আনোয়ার হোসেন একজন সৎ ও নিরীহ মানুষ ছিলেন। তার সঙ্গে কারো শত্রুতা ছিল বলে তারা জানেন না। পুলিশ ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ঘটনার রহস্য উদঘাটনের আশ্বাস দেয়া হয়েছে।

Author

আরও খবর

Sponsered content