আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহের তারাকান্দা উপজেলার গোপালপুর বাজারে বাস ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। সোমবার (২১ জুলাই ২০২৫) সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইমাম পরিবহণের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপভ্যানের চালক ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় গুরুতর আহত হন আরও একজন, যাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ টিপু সুলতান বলেন, “বাস ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত রয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”
স্থানীয়দের দাবি, সড়কে যান চলাচলের বেহাল অবস্থার পাশাপাশি বেপরোয়া গতিই এমন দুর্ঘটনার জন্য দায়ী।
পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।