তানভীর ভুইয়া, ব্রাক্ষণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের আদমপুর গ্রামে আজ মঙ্গলবার বিকাল ৪টায় অনুষ্ঠিত হয় বহুল প্রতীক্ষিত APL ফাইনাল ২০২৫। আধুনিক যুগে ভার্চুয়াল জগতে যেখানে খেলাধুলা হারিয়ে যেতে বসেছে, ঠিক সেই সময়ে আদমপুর গ্রামের দুই তরুণ — মোঃ মাহিদ মিয়া (১৭) ও মোঃ সাইফুল ভুইয়া (১৮) — ক্রিকেটকে ঘিরে আয়োজন করলেন এক ব্যতিক্রমী টুর্নামেন্ট, যা গ্রামবাসীর মাঝে দারুণ উৎসাহ ও আমেজের সৃষ্টি করে।
উক্ত খেলায় উপস্থিত বক্তারা বলেন, “খেলাধুলা আমাদের শারীরিক ও মানসিক সুস্থতার অন্যতম উপায়। এটি শরীরকে সচল রাখে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং তরুণ প্রজন্মকে বিপথে যাওয়ার হাত থেকে রক্ষা করে।”এই আয়োজনের মাধ্যমে গ্রামীণ ক্রিকেট সংস্কৃতি আরও এক ধাপ এগিয়ে গেল বলে মন্তব্য করেন অতিথিরা।
অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন হোসেন ভুইয়া, সহ-সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন ফরিদ ভুইয়া।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পত্তন ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাবেক মেম্বার আব্দুল হেকিম ভুইয়া।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাহরাইন প্রবাসী জসিম ভুইয়া,সৌদি প্রবাসী জাকির ভুইয়া, এবং বিশিষ্ট ব্যবসায়ী আলমগীর ভুইয়া সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
APL ফাইনাল ২০২৫ ম্যাচে অংশগ্রহণ করে আদমপুর ক্রিকেট একাদশ বনাম লক্ষ্মীপুর ক্রিকেট একাদশ।খেলায় ২৭রানের ব্যবধানে লক্ষ্মীপু ক্রিকেট একাদশকে হাড়িয়ে আদমপুর ক্রিকেট একাদশ বিজয় লাভ করে।
উক্ত খেলায় দর্শকের বিপুল উপস্থিতি লক্ষ্য করা যায়, এবং গোটা আদমপুরে ক্রিকেট নিয়ে এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।ম্যাচের পরিচালনায় প্রধান রেফারি ছিলেন আরমান ভুইয়া এবং সেকেন্ড রেফারি ছিলেন ইমন ভুইয়া।পরিচালনা কমিটি: মোঃ মাহিদ মিয়া ও মোঃ সাইফুল ভুইয়া।
"বিজয়নগরের আদমপুরে APL ফাইনাল ২০২৫ তরুণদের উদ্যোগে প্রাণ ফিরে পেল গ্রামীণ ক্রিকেট"
এমন আয়োজন শুধু একটি খেলার মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি প্রমাণ করে, আজও গ্রামের তরুণরা চাইলে নিজেদের উদ্যোগে জাতিকে দিতে পারে ক্রীড়া, সংস্কৃতি ও নেতৃত্বের অনন্য অনুপ্রেরণা।