সারাদেশ

বারহাট্টায় আলোচিত অপহরণ মামলার প্রধান আসামি গ্রেফতার 

  প্রতিনিধি ২৫ জুলাই ২০২৫ , ১১:১৮:৫৫ প্রিন্ট সংস্করণ

ওমর ফারুক আহম্মদ, বারহাট্টা(নেত্রকোনা)প্রতিনিধিঃ নেত্রকোনার  বারহাট্টা উপজেলায় ১৩ বছর বয়সী এক কিশোরীকে অপহরণ মামলার প্রধান আসামি রিদয় খাঁনকে গ্রেফতার করেছে বারহাট্টা থানা পুলিশ। প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে বারহাট্টার পার্শ্ববর্তী উপজেলার ধর্মপাশা থেকে তাকে গ্রেফতার করা হয়। বারহাট্টা থানার অফিসার অফিসার ইন চার্জ মোঃ কামরুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি টিম বৃহস্পতিবার  (২৪ জুলাই) রাতেই এ অভিযান পরিচালনা করে।

মামলা সূত্রে জানা গেছে, গত রোববার ২০ জুলাই রাত সাড়ে ১১ টার দিকে বারহাট্টা উপজেলার সিংধা ইউনিয়নের কাঁকুড়া এলাকায়  ননী গোপাল মঞ্জুশ্রী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থীকে দুই তিনজন অজ্ঞাত সঙ্গী সহ অপহরণ করে রিদয় খাঁন।অপহরণের পাঁচঘন্টা পর ২১ জুলাই ভোর সাড়ে চারটার দিকে ভুক্তভোগী কৌশলে তার দাদার মোবাইলে ফোন করলে পরিবারের লোকজন ভুক্তভোগীকে গেরিয়া গ্রামের একটি কালভার্টের উপর থেকে উদ্ধার করে।ঘটনার পর থেকে প্রধান আসামী রিদয় খাঁন পলাতক ছিলেন।তবে বারহাট্টা থানা পুলিশের বুদ্ধিদীপ্ত অভিযানে গত ২৪ জুলাই রাতে প্রধান আসামি আটক হয়।

 

এ বিষয়ে বারহাট্টা থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুল হাসান  জানান, “মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।অপহরণের ঘটনায় প্রধান আসামি রিদয় খাঁনকে আজকেই আদালতে প্রেরণ করে তার ৭ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।এই ঘনটায় অজ্ঞাত আসামিদেরও গ্রেফতারে পুলিশ সক্রিয়ভাবে অভিযান চালিয়ে যাচ্ছে।বারহাট্টায় যেই অপরাধ করুক না কেন সে পার পাবে না।

Author

আরও খবর

Sponsered content