সারাদেশ

বারহাট্টায় প্রতিবেশীর বিরুদ্ধে সাড়ে চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ 

  প্রতিনিধি ২৫ জুলাই ২০২৫ , ১১:০১:০০ প্রিন্ট সংস্করণ

ধর্ষক শান্ত (ফাইল ছবি)

ওমর ফারুক আহম্মদ বারহাট্টা(নেত্রকোনা)প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় সাড়ে চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গতকাল ২৪ জুলাই বৃহস্পতিবার  বিকালে উপজেলার গোপালপুর মাঝিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। রাতেই শিশুটিকে উন্নত চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে রেফার্ড করা হয়। পাশাপাশি এ ঘটনায় বারহাট্টা থানায় একটি ধর্ষণ মামলা হয়েছে।

পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকালে উপজেলার সদর ইউনিয়নের গোপালপুর মাঝিপাড়া এলাকার প্রণয়ের ছেলে শান্ত(১৬) শিশুটির সাথে খেলার  প্রলোভন দেখিয়ে তাঁদের ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। এরপর শিশুটি রক্তাক্ত অবস্থায় বাড়িতে গিয়ে কান্না করতে করতে তার মা ও পরিবারের সবাইকে বলে যে শান্ত ভাই আমাকে এমনটা করেছে।পরবর্তীতে শিশুটির মা দ্রুত শিশুটিকে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।রাতেই শিশুটিকে উন্নত চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য  নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে  ভর্তি করা হয়।

এ ঘটনায় জড়িত যুবক শান্তের  বিচার চায় শিশুটির পরিবার। ধর্ষণের অভিযোগ এনে বারহাট্টা থানায় একটি মামলা দায়ের করেছে তারা।

ভুক্তভোগীর প্রতিবেশী খলিল নামের একজন জানান আমাদের এলাকার প্রণয়ের ছেলে শান্ত সাড়ে চার বছরের এই ছোট্ট বাচ্চাটাকে ধর্ষণ করেছে।বাচ্চাটার ব্লিডিং শুরু হলে সে এসে তার মাকে সব জানিয়েছে। আমরা দ্রুত বাচ্চাটাকে হাসপাতালে নিয়ে আসি।আমাদের দাবী হল ধর্ষক শান্তের চূড়ান্ত এবং সর্বোচ্চ বিচার।

এ বিষয়ে বারহাট্টা থানার অফিসার ইন চার্জ মোঃ কামরুল হাসান  জানান, মামলায় একজনকে আসামি করা হয়েছে। তবে এখনো তাঁকে গ্রেপ্তার করা যায়নি।তবে প্রাথমিক জিগ্গাসাবাদের জন্য ছেলের বাবাকে থানায় নিয়ে আসা হয়েছিল

Author

আরও খবর

Sponsered content