ধর্ম

মধ্যনগর ৮২গ্ৰাম সমন্বিত জগন্নাথ জিউর মন্দিরের কমিটি গঠন

  প্রতিনিধি ২৫ জুলাই ২০২৫ , ১১:৩৭:২৭ প্রিন্ট সংস্করণ

সুরঞ্জন তালুকদার,মধ্যনগর প্রতিনিধিঃ সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা সদরে অবস্থিত হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে প্রাচীনতম প্রতিষ্টান ৮২গ্ৰাম সমন্বিত জগন্নাথ জিউর মন্দির পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।

আজ ২৫ জুলাই শুক্রবার দুপুর ১২ঘটিকায় মন্দির প্রাঙ্গনে ৮২ গ্ৰাম হতে আগত ভক্তদের নিয়ে পূর্ব ঘোষিত কমিটি গঠন করার লক্ষে সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মন্দিরের সম্মানিত সভাপতি মিন্টু তালুকদার (গোপেশ)। সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক স্বদেশ রায়।এ সময় উপস্থিত ভক্তগন প্রত্যেকের মতামত প্রকাশ করেন। উপস্থিত ভক্তদের মতামতের ভিত্তিতে ১৭সদস্যের বোর্ড গঠন করা হয়। বোর্ডের সিদ্ধান্ত পাঠ করে শোনান মধ্যনগর পূজা উদযাপন পরিষদের সভাপতি দেবল কিরণ তালুকদার ।এসময় সভাপতি হিসেবে নাম ঘোষণা করা হয় মধ্যনগর ধান চাল আড়ৎ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক বরুণ কান্তি সরকার ও সাধারণ সম্পাদক মধ্যনগর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী শম্ভু রায়ের। নাম ঘোষণার সাথে সাথেই উপস্থিত ভক্তগন প্রেমধ্বনী দিয়ে দুজনকে সাদরে গ্রহণ করে নেয়।

উল্লেখ্য আগামী ১৫দিনের মধ্যে ৩বছর মেয়াদী১০১সদস্য বিশিষ্ট সকল ভক্তদের সমন্বয়ে পূনাঙ্গ কমিটি গঠন করা হবে।

Author

  • আমার নামে কোনো অভিযোগ থাকলে এই ঠিকানায় (muktakathan247@gmail.com) অথবা 01307006206, 09638262545 এই নম্বরে যোগাযোগ করে আপনারা প্রমাণ সহ পাঠাতে পারেন। আমার পত্রিকা অফিস আমার অপরাধ প্রমাণ সাপেক্ষে আইন গত ব্যবস্তা নিতে পারবেন আমার অপরাধের বিষয়ে।

    View all posts

আরও খবর

Sponsered content