রাজনীতি

গফরগাঁয়ের এলডিপির প্রার্থীর পক্ষে লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে

  প্রতিনিধি ২৬ জুলাই ২০২৫ , ২:৩২:৩০ প্রিন্ট সংস্করণ

বিশেষ প্রতিনিধি: আল আমিন খানঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) উদ্যোগে দিনব্যাপী গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) এলডিপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস. এম মোর্শেদ এর পক্ষে এ কর্মসূচি পরিচালনা করা হয়।

এলডিপির কেন্দ্রীয় তথ্য ও প্রচার সম্পাদক অ্যাডভোকেট আবু রিজভী আল হোসাইনীর নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা উপজেলার ৫নং যশরা ইউনিয়নের গুরুত্বপূর্ণ এলাকায়—বিএনপি বাজার, শেখ বাজার, মিষ্টি মোড়, কুর্শাপুর, কাঠালীডিঙ্গা, খোদাবক্সপুর ও শিবগঞ্জ বাজারে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। এ সময় তারা স্থানীয় জনসাধারণের সঙ্গে মতবিনিময় করেন এবং এলডিপির কর্মপরিকল্পনা ও উন্নয়ন ভিশন তুলে ধরেন।

গণসংযোগে অংশগ্রহণ করেন গফরগাঁও উপজেলা এলডিপির সভাপতি মোতাহার হোসেন, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. উমর ফারুক, কোষাধ্যক্ষ মাইনুল ইসলাম, প্রচার সম্পাদক মনির খাঁ, সহ-দপ্তর সম্পাদক শামছুল হক মাস্টার, আমিনুল ইসলাম (বারবাড়িয়া), হোসেন মিয়া (টাংগাব), রাকিব হাসান, রিপন মিয়া (পাইথল) সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

নেতারা জানান, এলডিপি একটি জনগণের দল। দেশের সার্বিক উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় দলটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চায়। তাই জনগণের ঘরে ঘরে গিয়ে নীতি-আদর্শ প্রচার এবং সঠিক তথ্য পৌঁছে দেওয়াই এই কর্মসূচির মূল উদ্দেশ্য।

স্থানীয়দের মধ্যে এই কর্মসূচি বেশ সাড়া ফেলেছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

Author

  • আমার নামে কোনো অভিযোগ থাকলে এই ঠিকানায় (muktakathan247@gmail.com) অথবা 01307006206, 09638262545 এই নম্বরে যোগাযোগ করে আপনারা প্রমাণ সহ পাঠাতে পারেন। আমার পত্রিকা অফিস আমার অপরাধ প্রমাণ সাপেক্ষে আইন গত ব্যবস্তা নিতে পারবেন আমার অপরাধের বিষয়ে। ভিজিট: www.muktokathannews.com (ইন্স্যুরেন্স আওতাভুক্ত)

    View all posts

আরও খবর

Sponsered content