রাসেল আহমেদ, নেত্রকোনা : জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটওয়ারীর দেয়া এক বক্তব্যকে কেন্দ্র করে তীব্র প্রতিবাদ জানিয়েছে বিএনপির নেতাকর্মীরা ও সচেতন মহল। নেত্রকোনায় এক পথসভায় তিনি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও জাতীয়তাবাদী শক্তির সাহসী কণ্ঠস্বর জনাব লুৎফুজ্জামান বাবর সাহেবকে নিয়ে ‘ভিত্তিহীন, মিথ্যাচারপূর্ণ ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ মন্তব্য করেন বলে অভিযোগ উঠেছে।
❝ আমরা স্পষ্ট ভাষায় জানাচ্ছি… ❞
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, “লুৎফুজ্জামান বাবর একজন নির্যাতিত ও আপসহীন দেশপ্রেমিক রাজনীতিক, যিনি প্রায় ১৭ বছর ৭ মাস কারাবন্দি থেকেও জাতীয়তাবাদী আদর্শ থেকে বিচ্যুত হননি। তাঁর বিরুদ্ধে ১০ ট্রাক অস্ত্র মামলায় ফ্যাসিস্ট সরকারের অপপ্রচার আদালতের পর্যবেক্ষণে ভেঙে পড়েছে। সব অভিযোগ ছিল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন।”
বিবৃতিতে আরও বলা হয়, “নাসিরউদ্দিন পাটওয়ারীর বক্তব্য দায়িত্বজ্ঞানহীন, বিভ্রান্তিকর এবং আদালতের রায়ের প্রতি অবমাননাকর। ঐতিহাসিক সত্য বিকৃত করে তিনি রাজনৈতিক ফায়দা লুটতে চেয়েছেন, যা অত্যন্ত নিন্দনীয়।”
রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ
প্রতিবাদকারীরা অভিযোগ করেন, “তিনি একটি বিদেশি রাষ্ট্রের সুরে কথা বলে তাদের কৌশলগত স্বার্থ রক্ষা করতে চাইছেন। এ ছাড়া কৃত্রিম বিতর্ক তৈরি করে বিএনপি ও জাতীয়তাবাদী নেতৃত্বের জনপ্রিয়তা ক্ষুণ্ন করতে চাচ্ছেন। এসব অপচেষ্টা একটি গভীর ষড়যন্ত্রের অংশ।”
দাবি ও সতর্কতা
বিবৃতিতে তিনটি দাবি উত্থাপন করা হয়:
১. বিতর্কিত বক্তব্যের জন্য নাসিরউদ্দিন পাটওয়ারীকে নিঃশর্তভাবে জাতির কাছে ক্ষমা চাইতে হবে।
২. অবিলম্বে বক্তব্য প্রত্যাহার করতে হবে।
৩. অন্যথায় আইনানুগ প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দেওয়া হয়।
বিবৃতির শেষাংশে বলা হয়, “মতভেদ গণতান্ত্রিক ব্যবস্থার অংশ, তবে তা ঘৃণামূলক অপপ্রচারে রূপ দিলে তা রাজনৈতিক শিষ্টাচারবিরোধী। জনাব লুৎফুজ্জামান বাবর সাহেবের রাজনৈতিক সততা ও ত্যাগের প্রতি আমরা গভীর শ্রদ্ধা জানাই।