পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলা ও তেঁতুলিয়া উপজেলার পৃথক দুই সীমান্ত এলাকা দিয়ে ১৭ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে তেঁতুলিয়া ভজনপুর থেকে ৭ জনকে এবং
পঞ্চগড় জেলার সদরে উপজেলায় ঘাগড়া এলাকা থেকে ১০ জনকে আটক করে বিজিবি।
আটককৃতরা হবিগঞ্জ, সিলেট, ফরিদপুর, খাগড়াছড়ি, গোপালগঞ্জ, কক্সবাজার, বরিশাল, যশোর, সিলেট, নরসিংদী ও নওগাঁ জেলার বাসিন্দা বলে জানা গেছে। আটকৃতদের পরিচয় নিশ্চিত করাসহ পরিবারের সদস্যদের সাথে যোগাযোগের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
জানা গেছে, আটককৃতরা দীর্ঘদিন ধরে ভারতে অবস্থান করে আসছিলেন। সম্প্রতি তাদের ভারতীয় পুলিশ আটক করে বিএসএফের হাতে তুলে দেয়। পরে গতকাল বুধবার (৩০ জুলাই) দিবাগত গভীর রাতে পঞ্চগড়ের দুই সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে পুশ ইন করে বিএসএফ। এরপর স্থানীয়দের সহায়তায় তাদেরকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে বিজিবি।