সাধীন আলম হোসেন,নাটোর প্রতিনিধিঃ নাটোর লালপুরে নিলা বেগম (২৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩১ জুলাই) সন্ধ্যায় উপজেলার নান্দ-রায়পুর গ্রামে এঘটনা ঘটে।
নিহত নিলা বেগম ওই গ্রামের মোজাফফর হোসেন (৩২) এর স্ত্রী ও পাশের ছোট ময়না গ্রামের নেফাজ আলী সরকারে কন্যা। নিলা বেগমের চার বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।
নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সন্ধ্যায় নিজ শয়ন কক্ষে একাই ছিলেন নিলা বেগম, কোন অজ্ঞাত কারণে ঘরের তীরের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি। কিছুক্ষণ পরে তার শাশুড়ি ঘরে গিয়ে তার ঝুলন্ত লাশ দেখতে পায়। এ সময় তার ডাক চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসে এবং পুলিশে খবর দেয়। লালপুর থানা এবং ওয়ালিয়া ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহত নীলা বেগমের শাশুড়ি মোছাঃ মর্জিনা বেগম(৫০) কে আটক করে পুলিশ। ঘটনার পর থেকে নিহতের স্বামী মোজাফফর হোসেন ও শশুর মোঃ খোশবার হোসেন পলাতক রয়েছে।
ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির এএসআই মুস্তাফিজুর রহমান জানান, খবর পাওয়ার পর লালপুর থানা ও ওয়ালিয়া পুলিশ ফাঁড়ি থেকে যৌথ একটি টিম ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় পাঠানো হয়েছে, আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে, প্রাথমিক জিজ্ঞাসা বাদের জন্য নিহতর শাশুড়িকে আটক করা হয়েছে।