সম্পাদকীয় ডেস্কঃ সাভারে এপিসিতে আস-হাবুল ইয়ামিন হত্যা মামলায় জড়িত আসামী সহকারি উপ-পরিদর্শক (এএসআই) মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (৩ আগস্ট) বিকেল সাড়ে ৫ টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির।এর আগে ভোর ৬ টার দিকে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার মুরাপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার পুলিশ সদস্য মোহাম্মদ আলী (৩১) কিশোরগঞ্জ জেলা সদরের কালাইহাতি গ্রামের মৃত মুনসুর আলীর ছেলে। তার বিপি নম্বর (৯৪১৩১৭০৮৪৬)। আন্তজার্তিক অপরাধ ট্রাইব্যুনাল এর একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি হয়েছিল।
পুলিশ জানায়, আন্তজার্তিক অপরাধ ট্রাইব্যুনাল এর একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি থাকায় ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে মোহাম্মদ আলী (৩১) কে গ্রেপ্তার করা হয়। পরে তাকে কো-অর্ডিনেটর, তদন্ত সংস্থ্যা, আন্তজার্তিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে হস্তান্তর করা হয়েছে।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির জানান, ইয়ামিন হত্যাকান্ডের একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। আজ তাকে গ্রেপ্তার করে কো-অর্ডিনেটর, তদন্ত সংস্থ্যা, আন্তজার্তিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে হস্তান্তর করা হয়েছে।