মোঃ আসিফুজ্জামান আসিফঃজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মাণাধীন লাইব্রেরি ভবনের চারতলা থেকে পড়ে মো. আরিফুল ইসলাম (১৯) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার সকালে চারতলার লিফটের ফাঁকা অংশ থেকে পড়ে গেলে তাকে উদ্ধার করে প্রথমে জাবি মেডিক্যাল সেন্টার ও পরে এনাম মেডিক্যাল কলেজে নেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তরের পথে তার মৃত্যু হয়।
প্রতিষ্ঠানের এক্সিকিউটিভ ডিরেক্টর মমিনুল করিম জানান, কাজ বন্ধের নির্দেশ থাকলেও কিউরিং কাজ চলছিল। চারতলায় কাজ না থাকা সত্ত্বেও এ দুর্ঘটনা ঘটে। কোম্পানি দায়ভার স্বীকার করে নিহতের পরিবারকে শ্রম আইন অনুযায়ী সহায়তার আশ্বাস দিয়েছে এবং বিশেষ দোয়ার আয়োজন করেছে।