এস,এম,রুহুল তাড়াশী,স্টাফ রিপোর্টারঃ বাংলা দেশ জাতীয় বাদী দল (বিএনপি) -এর আসন্ন তাড়াশ পৌর বিএনপি ‘র সম্মেলনে ৭নং ওয়ার্ডের সভাপতি পদে সকলের কাছে দোয়া ও সমর্থন চেয়েছেন বিএনপি নেতা কবির সরকার (খবির)।
খবির বিএনপির রাজনীতির সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত। রাজনৈতিক দক্ষতা ও নিরলস পরিশ্রমের স্বীকৃতিস্বরূপ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার সময় দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। পাশাপাশি, বিভিন্ন সামাজিক সংগঠনের উপদেষ্টা হিসেবে হিসেবেও দায়িত্ব পালন করেন।
বিএনপির এই জনপ্রিয় নেতা কবির সরকার (খবির) জানান, তিনি আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক হয়রানির শিকার হয়েছেন এবং তার বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছিল। তবে এসব চ্যালেঞ্জ পেরিয়ে তিনি দলের জন্য কাজ করে গেছেন এবং দলীয় নেতাকর্মীদের পাশে দাঁড়িয়েছেন।
তিনি আশাবাদী যে, তাড়াশ পৌর ৭নং ওয়ার্ডের বিএনপির সভাপতি নির্বাচিত হলে তিনি দলের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করবেন এবং বিএনপির আদর্শকে এগিয়ে নিয়ে যাবেন। তিনি বলেন, “আমি সকল শ্রেণি-পেশার মানুষের দোয়া ও সমর্থন কামনা করছি। নির্বাচিত হলে দলের জন্য বলিষ্ঠ নেতৃত্ব দিতে প্রতিশ্রুতিবদ্ধ।”