মোঃ দেলোয়ার হোসেন,ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ খুলনা নগরীর ২ নম্বর কাস্টমঘাট এলাকায় দুর্বৃত্তের গুলিতে সোহেল (২৮) নামে এক যুবক আহত হয়েছেন। রোববার (৩ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে একটি সেলুনের সামনে এ ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন।
আহত সোহেল ওই এলাকার মনিরুল ইসলামের বাড়ির ভাড়াটিয়া স্বপন শিকদারের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, মুখ বাঁধা ও হেলমেট পরা ৪-৫ জন মোটরসাইকেল আরোহী সন্ত্রাসী এসে সোহেলকে লক্ষ্য করে গুলি ছোড়ে। একটি গুলি তার পেটে বিদ্ধ হলে সে মাটিতে লুটিয়ে পড়ে।
খুলনা সদর থানার ওসি হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম দৈনিক মুক্তকথন নিউজকে জানান, আহত যুবকের বিরুদ্ধে মাদক আইনে ৪টি মামলা রয়েছে। খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মো. আবু তারেক (দক্ষিণ) বলেন, সোহেল স্থানীয় একটি সন্ত্রাসী গ্রুপের সদস্য এবং মাদক ও টাকার লেনদেন সংক্রান্ত বিরোধের জেরেই এ হামলা হয়ে থাকতে পারে। ঘটনার তদন্ত চলছে।