আখলাক হুসাইন, সিলেট জেলা প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৬নং ফতেপুর ইউনিয়ন খেলাফত মজলিসের মজলিসে শুরা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২আগস্ট) সন্ধ্যা সাড়ে সাতটাশ স্থানীয় বাংলাবাজার মোহাম্মদিয়া হাফিজিয়া মাদরাসায় উক্ত মজলিসে শুরা অনুষ্ঠিত হয়। মজলিস শুরা অধিবেশনে নির্বাচন কমিশনার হিসাবে উপস্থিত থেকে শুরা পরিচালনা করেন খেলাফত মজলিস জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ জোন পরিচালক মাওলানা জাহিদুর রহমান চৌধুরী ও গোয়াইনঘাট উপজেলা শাখার সভাপতি মাওলানা শরীফ উদ্দিন। প্রথমে বিদায়ী সভাপতি মাওলানা আখলাক হুসাইন তার বক্তব্যের মাধ্যমে নির্বাচন কমিশনের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। এরপর শুরা সদস্যদের মতামতের ভিত্তিতে আগামী ২০২৫-২৬ সেশনের জন্য ৩৫ সদস্য বিশিষ্ট নির্বাহী ও শুরা কমিটি গঠন করা হয়। শুরা সদস্যদের মতামতের ভিত্তিতে আগামী সেশনের জন্য সভাপতি নির্বাচিত হন হাজী মুজিবুর রহমান শিকদার এবং সাধারণ সম্পাদক মনোনীত হন হাফিজ মাওলানা সাজিদুর রহমান শামীম।
মনোনীত অন্যান্য দায়িত্বশীলরা হলেন সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুল গণী, সহ-সভাপতি মাওলানা তাজ উদ্দিন তালুকদার, সহ-সভাপতি হাফিজ মাওলানা রশিদ আহমদ, সহ-সভাপতি হাফিজ মাও, মাহফুজুর রহমান ফতেপুরী, সহ-সভাপতি মাহফুজুর রহমান ফাহিম, সহ-সাধারণ সম্পাদক মাওলানা সুহেল আহমদ ফাহিম, সহ-সাধারণ সম্পাদক মাওলানা শরীফ উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মাসুক আহমদ, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা রুহুল আমীন, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা আলী হোসাইন, বায়তুলমাল সম্পাদক জনাব মোঃ নুরুজ্জামান, সমাজকল্যাণ সম্পাদক হাফিজ তাওহিদুর রহমান চৌধুরী, সহ-সমাজকল্যাণ সম্পাদক হাফিজ আলী আহমদ, প্রচার সম্পাদক সুলতান আহমদ ফাহিম, সহ-প্রচার সম্পাদক মাওলানা আবুল কালাম, অফিস সম্পাদক মাওলানা এখলাছুর রহমান, সহ-অফিস সম্পাদক মাওলানা সাদিকুর রহমান, শুরা সদস্যরা হলেন জনাব আয়ুব আলী, মাস্টার ফজলুল আলম, মাওলানা জুনায়েদ আহমদ, মাওলানা কামাল উদ্দিন, প্রফেসর আলতাফুর রহমান, মাস্টার মমতাজ উদ্দিন, মাস্টার কামরুল ইসলাম, মাওলানা ইয়াহইয়া আহমদ, মাওলানা আলমাস আহমদ, ডা. আব্দুস সামাদ, হাফিজ সালেহ আহমদ শিকদার, মাওলানা আব্দুল মূনীম, জনাব লুৎফুর রহমান, মাওলানা ফরিদ উদ্দিন বড়নগরী, মাওলানা বিলাল আহমদ, মাওলানা ফরিদ উদ্দিন বড়গুলী।
নবনির্বাচিত সভাপতি হাজী মুজিবুর রহমান শিকদারের সভাপতিত্বে ও নব মনোনীত সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা সাজিদুর রহমান শামীমের সঞ্চালনায় সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসাবে হেদায়তি বক্তব্য রাখেন খেলাফত মজলিস জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলার জোন পরিচালক মাওলানা জাহিদুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন খেলাফত মজলিস গোয়াইনঘাট উপজেলা শাখার সভাপতি মাওলানা শরীফ উদ্দিন জাস্ট হেল্প সিলেট প্রাইড রোটারি আই হসপিটালের ম্যানেজার আবুল কাশেম সিদ্দিকী। নবনির্বাচিত দায়িত্বশীলদের শপথ বাক্য পাঠ করান ইসলামী যুব মজলিস গোয়াইনঘাট উপজেলা শাখার সভাপতি ও খেলাফত মজলিস গোয়াইনঘাট উপজেলা শাখার যুব বিষয়ক সম্পাদক কারী মাওলানা আখলাক হুসাইন।