রাজনীতি

বাবর ভাইকে নিয়ে কটূক্তির প্রতিবাদে ফতেপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত

  প্রতিনিধি ৩ আগস্ট ২০২৫ , ৩:৫৪:২৭ প্রিন্ট সংস্করণ

মোঃ রাসেল আহমেদ, নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ
নেত্রকোনার মদন উপজেলার ৮ নং ফতেপুর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে সাবেক সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও জননেতা মো. লুৎফুজ্জামান বাবরকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩ আগস্ট) সকালে ফতেপুর ইউনিয়নের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল বের করা হয়, যা পরে ইউনিয়ন পরিষদ চত্বরে এসে মানববন্ধনে রূপ নেয়।এই কর্মসূচির মাধ্যমে তীব্র প্রতিবাদ জানানো হয়— জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র কেন্দ্রীয় কমিটির মুখ্য আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারীর কর্তৃক সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর ভাইকে নিয়ে প্রদত্ত মিথ্যা, কুরুচিপূর্ণ ও কটূক্তিমূলক বক্তব্যের বিরুদ্ধে।

আয়োজকদের জোর দাবি:নাসির উদ্দিন পাটোয়ারীকে অবিলম্বে জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়ে বক্তব্য প্রত্যাহার করতে হবে।মানববন্ধনে উপস্থিত ও বক্তব্য প্রদান করেন—ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা সামিউল হায়দার শফিইউনিয়ন বিএনপি সভাপতি মো. রহিছ উদ্দিন তালুকদার (সভাপতিত্ব করেন)সাবেক ইউনিয়ন বিএনপি সভাপতি মো. আলী হায়দার,সাবেক উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. খোকন তালুকদার,সাবেক বিএনপি সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ভনাই,সাবেক যুবদলের সভাপতি আসাদ মিল্কী,ইউনিয়ন বিএনপি সহসভাপতি গোলাম মুস্তফা,সাবেক ছাত্রদলের সভাপতি তাইফুন আহম্মদ রতন,সাবেক উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আতাউল হক হিমেল এবং আনন্দমোহন কলেজ, ময়মনসিংহ শাখা ছাত্রদলের সম্মানিত সদস্য

উল্লেখযোগ্য অংশগ্রহণ: এই মানববন্ধন কর্মসূচিতে ৮ নং ফতেপুর ইউনিয়নের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ সকল অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করেন।
নেতৃবৃন্দরা জানান, “গণতন্ত্র, রাজনৈতিক শালীনতা ও নেতাকর্মীর সম্মান রক্ষায় এই কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যায়ের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ জানানো আমাদের রাজনৈতিক ও নৈতিক দায়িত্ব।”

আহ্বান: বক্তারা কর্মসূচিতে অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন—চলো, ঐক্যবদ্ধ কণ্ঠে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হই, নেতার সম্মানে রাস্তায় নামি।

Author

আরও খবর

সাধারণ জনগণের সমস্যা নিরসণে নির্বাচিত জনপ্রতিনিধির বিকল্প নেই — রহমাতুল্লাহ

ডাঃ জাহেদুর রহমানকে হত্যার হুমকি ও নাস্তিক অপবাদ দেয়ার বিরুদ্ধে বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রতিবাদ ও উদ্বেগ প্রকাশ

বিএনপি নেতা তৈরি করে আর আওয়ামী লীগ তৈরি করে গড ফাদার এমনটি মন্তব্য করেছেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটি সদস্য গাজী কামরুল ইসলাম সজল

পাইকগাছায় বিএনপি নেতা রফিকুল ইসলামের মতবিনিময় সভা অনুষ্ঠিত

চামরদানী ইউনিয়নের ০৭নং ওয়ার্ড বিএনপির কমিটি গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত 

Sponsered content