রাজনীতি

ভালো মানুষের কদর কমছে, তবুও আশার প্রতীক মোঃ আব্দুস সালাম

  প্রতিনিধি ৩ আগস্ট ২০২৫ , ৮:২৭:৫৩ প্রিন্ট সংস্করণ

মোঃ তারেক রহমান সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ আজকের ঘোষিত কমিটি দেখে অনেকেই হতাশ। রাজনীতিতে ভালো, আদর্শবান ও ত্যাগী মানুষের কদর যেন দিনদিন কমে যাচ্ছে। টাকাই এখন সবকিছুর মাপকাঠি হয়ে দাঁড়িয়েছে। তবে আশার আলো হয়ে আছেন এমন কিছু নিরলস রাজনৈতিক সৈনিক, যাঁদের একজন মোঃ আব্দুস সালাম।

তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া একজন সৎ, নিষ্ঠাবান ও সংগ্রামী রাজনীতিক। দীর্ঘ রাজনৈতিক জীবনে দলের জন্য দিয়েছেন অকুণ্ঠ শ্রম, সহ্য করেছেন নানা প্রতিকূলতা, কিন্তু আদর্শচ্যুত হননি কখনোই।

তাঁর এই দীর্ঘ পথচলা, ত্যাগ ও নিষ্ঠা রাজনৈতিক ইতিহাসে মুছে যাবে না এটাই কর্মীদের বিশ্বাস।স্থানীয় নেতাকর্মীরা বলেন, সালাম ভাই আমাদের অহংকার। ইনশাআল্লাহ সামনে আরও ভালো কিছু আসবে তাঁর জন্য।

তাঁর প্রতি সর্বস্তরের নেতাকর্মীদের সম্মান, আস্থা ও দোয়া সবসময় থাকবে এই আশাবাদ ও ভালোবাসায় আবারও শক্ত হোক ন্যায়ের পথচলা।

Author

আরও খবর

Sponsered content