সারাদেশ

মেঘনায় বালু উত্তোলনের সময় ১০ ড্রেজার মেশিন জব্দ

  প্রতিনিধি ৩ আগস্ট ২০২৫ , ৮:২১:৫৯ প্রিন্ট সংস্করণ

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রায়পুরে অবৈধভাবে মেঘনা নদী থেকে বালু উত্তোলনের দায়ে ১০টি ড্রেজার মেশিন জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২ আগস্ট) বিকালে উপজেলার ৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়নের মেঘনা নদীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানার।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, মেঘনা নদীতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে এমন একটি তথ্য আমরা বিভিন্ন মাধ্যমে জানাত পারি সেই আলোকে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ১০ টি ড্রেজার মেশিন জব্দ করে।
এ সময় ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় ড্রেজারের মালিক ও শ্রমিক। পরে জব্দ করা ড্রেজার মেশিন স্থানীয় জনপ্রতিনিধির জিম্মায় রাখা হয়। পাশাপাশি ড্রেজার মেশিনের ব্যবহৃত পাইবগুলো নষ্ট করেন ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও রায়পুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানা জানান, নদ-নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Author

আরও খবর

Sponsered content