আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলায় প্রায় ৪০ লাখ টাকা মূল্যের গাছ কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে। জমির মালিকপক্ষের দাবি, অনধিকার প্রবেশ করে গাছগুলো কেটে নিয়ে যাওয়া হয়েছে।
ঘটনার পর জমির মালিকপক্ষ ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে নিশ্চিত করেছেন ওসি হুমায়ুন কবির।
অভিযোগ সূত্রে জানা গেছে, আরবাব গ্রুপের মালিক আরবাব হোসেন, এম এম আজমত হোসেন ও এম এম আদনান হোসেন কালতামারী মৌজায় ৩৪টি দলিলের মাধ্যমে ২১ একর ২৯ শতাংশ জমি দীর্ঘদিন ধরে ভোগদখল করছেন।
গত ২৭ জুলাই রাতে আরবাব গ্রুপের প্রজেক্ট ম্যানেজার মোঃ আবু সাঈদ ফকির সুহিন জমি তদারকিতে গেলে দেখতে পান, ১০-১২ জন ব্যক্তি ধারালো অস্ত্র ও ইলেকট্রিক করাত দিয়ে গাছ কাটছেন। বাধা দিলে তাকে শ্বাসরোধ ও মারধর করে একটি ঘরে আটকে রাখা হয় বলে অভিযোগ করেন তিনি। পরে প্রায় ৪০০টি গাছ লড়িতে করে সরিয়ে নেওয়া হয়।
আরবাব গ্রুপের দাবি, অভিযুক্তরা নিজেরাই পূর্বে জমি বিক্রি করলেও এখন নানা ধরনের হয়রানি করছে। এ ঘটনার আগেও তাদের সঙ্গে বিরোধ হয়েছে এবং বর্তমানে একটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
অন্যদিকে অভিযুক্তদের পাল্টা দাবি, তারা আরবাব গ্রুপকে ৬ একর জমি বিক্রি করলেও গাছগুলো নিজের জমি থেকেই কাটা হয়েছে। বরং আরবাব গ্রুপই তাদের জমি দখলের চেষ্টা করছে এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হুমায়ুন কবির বলেন, “ঘটনার লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”