প্রতিনিধি ৪ আগস্ট ২০২৫ , ৩:২৩:৩৯ প্রিন্ট সংস্করণ
রতন রায়, স্টাফ রিপোর্টার, কুড়িগ্রামঃ কুড়িগ্রামের রাজারহাটে খাদ্যবান্ধব কর্মসূচির (ওএমএস) ডিলার নিয়োগ প্রক্রিয়াকে বিতর্কিত করতে ষড়যন্ত্র ও মিথ্যা প্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে বৈধভাবে নির্বাচিত ডিলার ও স্থানীয় জনগণ। আজ সোমবার সকালে রাজারহাট উপজেলা চত্বরে আয়োজিত এই কর্মসূচিতে অংশগ্রহণকারীরা – রাশিদুল ইসলাম, আবু হানিফ, আব্দুর রাজ্জাক, রেজাউল করিম, মানসুরা বেগম , নূর মোহাম্মদ, আসাদুজ্জামান টিটু ,রাজু আহমেদ, বেল্লাল হোসেন,রোকন মিয়া, মহুবর রহমান, নুর আলম সিদ্দিকী, একরাম হোসেন, এরশাদুল হক, লুৎফর , আঞ্জুমান আরা, আব্দুল মজিদ, রবিউল আলম বকশি, রুবেল খান, শহিদুল ইসলামসহ প্রমুখ উক্ত নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখতে এবং বাছাইকৃত ডিলারদের পূর্ণবহাল রাখার দাবি তোলেন বৈধ ডিলারগণ।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও জেলা খাদ্য নিয়ন্ত্রকের কাছে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়। বৈধ ডিলারদের পক্ষের বক্তব্য হলো, নিয়োগ প্রক্রিয়া নিয়ম অনুযায়ী সম্পন্ন হয়েছে এবং কোনো অনিয়মের অভিযোগ অমূলক।
উল্লেখ্য, গতকাল ৩ আগস্ট একদল প্রতিবাদী ওএমএস ডিলার নিয়োগে বঞ্চিত হয়েছে বলে দাবি করে, একই স্থানে মানববন্ধন করে জেলা খাদ্য নিয়ন্ত্রকের কাছে তদন্ত ও পুনরায় নিয়োগ প্রক্রিয়া শুরুর দাবি জানিয়েছিলেন। তাদের অভিযোগ, নিয়োগে স্বজনপ্রীতি ও দুর্নীতি হয়েছে।
এ নিয়ে দুই পক্ষের বিতর্ক চললেও স্থানীয় প্রশাসন ও খাদ্য বিভাগের কর্মকর্তারা নিয়োগ প্রক্রিয়া জেলা খাদ্য নিয়ন্ত্রক অধিদপ্তরে সকল কাগজ প্রেরণ করা হয়েছে সম্পূর্ণ নিয়মসংগত বলে জানিয়েছেন। জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা প্রতিবাদকারীদের স্মারকলিপি গ্রহণ করে।