প্রতিনিধি ৭ আগস্ট ২০২৫ , ৫:১৬:১২ প্রিন্ট সংস্করণ
মোঃ সুরুজ্জামান,ত্রিশাল উপজেলা প্রতিনিধিঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হতে এসে প্রক্সি জালিয়াতির মাধ্যমে আটক হয়েছেন এক শিক্ষার্থী। জালিয়াতির বিষয়টি উদঘাটনের পর কর্তৃপক্ষের জিজ্ঞাসাবাদে উঠে এসেছে দীর্ঘদিন ধরে চলা একটি সংগঠিত চক্রের তথ্য, যারা অর্থের বিনিময়ে প্রক্সির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করিয়ে আসছিল।
আটক শিক্ষার্থীর নাম পনির উদ্দিন খান পাভেল। তিনি ওবায়েত হাসান আফিক নামের একজন ভর্তিচ্ছুর হয়ে প্রক্সি পরীক্ষায় অংশ নেন এবং মেধাতালিকায় ৭৭তম হয়ে CSE বিভাগে ভর্তির সুযোগ পান। এক লাখ টাকার চুক্তিতে এই জালিয়াতির কাজটি করা হয় বলে স্বীকার করেছেন পনির উদ্দিন। আজ চূড়ান্ত ভর্তি কার্যক্রম সম্পন্ন হওয়ার পর টাকার লেনদেন হওয়ার কথা ছিল। ভর্তিচ্ছু ওবায়েত হাসান আফিকের বাবা নিজেও চূড়ান্ত ভর্তি কার্যক্রমে অংশ নিতে উপস্থিত ছিলেন। তাদের বাড়ি বিশ্ববিদ্যালয় সংলগ্ন ত্রিশালে।
জিজ্ঞাসাবাদে জানা গেছে, এই চক্রের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের ১৮তম ব্যাচের শিক্ষার্থী সিয়াম জড়িত। তিনি ভর্তি পরীক্ষায় কৌশিক চন্দ্র কর নামের অপর এক শিক্ষার্থীর হয়ে প্রক্সি দেন। কৌশিক ইতোমধ্যে লোক প্রশাসন বিভাগে ভর্তি হয়ে গেছে।
আটককৃত পনির উদ্দিন খান পাভেলের জবানবন্দি অনুযায়ী, পুরো সিন্ডিকেটটি পরিচালনা করে একজন ‘বাবু ভাই’ নামে পরিচিত ব্যক্তি, যিনি টঙ্গী এলাকার বাসিন্দা। বাবু ভাইয়ের মাধ্যমেই প্রক্সির ব্যবস্থা করা হতো এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদেরও এই জালিয়াতিতে ব্যবহার করা হতো বলে অভিযোগ উঠেছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে তদন্ত শুরু করেছে এবং পুলিশের হাতে সোপর্দ করেছে ।