প্রতিবাদ, বিক্ষোভ

ঠাকুরগাঁওয়ে হরিপুর উপজেলা প্রেসক্লাবে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত

  প্রতিনিধি ১০ আগস্ট ২০২৫ , ১২:৪৫:০১ প্রিন্ট সংস্করণ

জেলা প্রতিনিধি,হাসিনুজ্জামান মিন্টুঃ ঠাকুরগাঁওয়ে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ঠাকুরগাঁও জেলার হরিপুরের উপজেলার সকল কর্মরত জাতীয় ও স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সমন্বয়ে প্রেসক্লাবের সামনে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অদ্য ১০ আগস্ট রবিবার এই সমাবেশটি অনুষ্ঠিত হয় হরিপুর উপজেলা প্রেসক্লাবের চত্বরে সামনে।

সমাবেশটিতে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলার হরিপুরের উপজেলার প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম ও ও সেক্রেটারি মিজানুর রহমান, চেয়ারম্যান মহোদয় ইসমাইল হোসেন,ও সকল কর্মরত জাতীয় ও স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সমন্বয়ে প্রেসক্লাবের বিভিন্ন সদস্যবৃন্দরা। হরিপুরের বিভিন্ন প্রান্ত থেকে সাংবাদিকরা উপস্থিত ছিলেন। তারা প্ল্যাকার্ড হাতে সাংবাদিক নির্যাতন ও হত্যার প্রতিবাদে হরিপুর উপজেলা প্রেসক্লাব মানববন্ধন ও সমাবেশ পালন করেছেন।

সমাবেশটির কর্মসূচিতে ছিলো গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ-এর স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে (৩৮) প্রকাশ্যে জবাই করে হত্যা এবং দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার সাংবাদিক আনোয়ার হোসেনকে সন্ত্রাসী কায়দায় রাস্তার পাশে ফেলে ইট দিয়ে পা থেঁতলে দেওয়ার ন্যাক্কারজনক ঘটনা।

সমাবেশে বক্তারা সাংবাদিকদের ওপর ক্রমবর্ধমান হামলা, হুমকি ও নির্যাতনের তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। একই সঙ্গে গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।

Author

আরও খবর

Sponsered content