সারাদেশ

তাড়াশে গণসংযোগের ঝড়, জননেতা খন্দকার সেলিম জাহাঙ্গীরের নির্বাচন পথচলা তুঙ্গে

  প্রতিনিধি ১০ আগস্ট ২০২৫ , ৪:৩৬:৩৫ প্রিন্ট সংস্করণ

এস,এম. রুহুল তাড়াশী, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জ-৩ (রায়গন্জ, তাড়াশ, সলঙ্গা) আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী, ত্যাগ, সংগ্রাম ও সততার পরিচয় খন্দকার সেলিম জাহাঙ্গীর তাড়াশে নির্বাচনী গণসংযোগের মাধ্যমে নিজের পক্ষে ব্যাপক সমর্থন জুগিয়েছেন।

তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাবেক উপদেষ্টা, বারবার কারা নির্যাতনের শিকার, বিশিষ্ট সমাজসেবক এবং জিকেএস ফাউন্ডেশনের চেয়ারম্যান জননেতা খন্দকার সেলিম জাহাঙ্গীর ১০ আগস্ট রোববার বিকাল ৩টায় ৩নং সগুনা ইউনিয়নের কুন্দল ইউনিয়ন পরিষদ চত্বরে বিশাল গণসংযোগের আয়োজন করেন।

জিকেএস হাসপাতাল থেকে প্রায় তিনশো মোটরসাইকেলের শোভাযাত্রা নিয়ে অনুষ্ঠিত এই গণসংযোগে হাজার হাজার উৎসাহী সমর্থক অংশগ্রহণ করেন। প্রচণ্ড উত্তাপ ও উৎসাহে সিক্ত হয়ে এলাকার জনগণ জননেতার প্রতি গভীর আস্থা ও ভালোবাসা প্রকাশ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাড়াশ উপজেলা বিএনপির প্রবীণ নেতা আলহাজ্ব মোঃ ফরহাদ সরদার এবং সঞ্চালনা করেন প্রকৌশলী মোঃ রাসেল ইকবাল।

নির্বাচনী গণসংযোগে জননেতা খন্দকার সেলিম জাহাঙ্গীরের সঙ্গে ছিলেন তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জয়নুল আবেদীন (মাহবুব), পৌর বিএনপির সাবেক আহ্বায়ক তপন কুমার গোস্বামী, সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, যুগ্ম আহ্বায়ক সাইফুল খন্দকার, সাইদুর মাস্টার, সেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক ফরহাদ আলী, ৫ নং নওগাঁ ইউনিয়ন বিএনপির সভাপতি পদপ্রার্থী আনিছুর রহমান (আনিচ), সাধারণ সম্পাদক পদপ্রার্থী মির্জা বিপ্লব, এছাড়া তাড়াশের যুব নেতারা যেমন-জুলাই যোদ্ধা শাহীন বাবু ও খন্দকার সাব্বির আহমেদসহ অসংখ্য প্রিন্সিপাল সমর্থকগণ উপস্থিত ছিলেন।

জননেতা খন্দকার সেলিম জাহাঙ্গীর গণসংযোগে বলেন, “আমার দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের ইতিহাসের ভিত্তিতে জনগণ আমাকে বিশ্বাস ও সম্মান দিয়েছেন। এই ভোটের লড়াই শুধু আমার নয়, দেশের গণতন্ত্রের জন্য একটি মহাকাব্যিক সংগ্রাম। আমি দেশ ও জনপদের কল্যাণে কাজ করে যাচ্ছি, এবং জনগণের ঐক্যবদ্ধ শক্তিই আমাদের বিজয়ের নিশ্চয়তা। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ঐতিহাসিক এই লড়াইয়ে পাশে থাকার আহ্বান জানাচ্ছি।”

তিনি আরও বলেন, “আমি বিশ্বাস করি মানুষের প্রাণের অধিকার, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদের সবার ঐক্য অপরিহার্য। তাড়াশ-সিরাজগঞ্জের উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচনে জনগণের অবিচল সমর্থন চাই।”

উক্ত গণসংযোগে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো, যেখানে তরুণ থেকে বয়োজ্যেষ্ঠ সবাই একত্রিত হয়ে খন্দকার সেলিম জাহাঙ্গীরকে তাদের নেতা হিসেবে গ্রহণ করেছেন।

এই গণসংযোগ তাড়াশের রাজনৈতিক অঙ্গনে নতুন প্রাণ সঞ্চার করে এবং নির্বাচনী পরিবেশে তুমুল উত্তেজনার সূচনা করেছে।

Author

আরও খবর

Sponsered content