সারাদেশ

ময়মনসিংহে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

  প্রতিনিধি ১০ আগস্ট ২০২৫ , ১২:৪৮:২৭ প্রিন্ট সংস্করণ

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে আজ রবিবার (১০ আগস্ট ২০২৫) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুফিদুল আলম।

সভায় জানানো হয়, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে। ২০২৫ সালের জুলাই মাসে জেলায় ১৪টি থানায় ৪০৯টি এবং জুন মাসে ৪৪৬টি মামলা দায়ের হয়েছে। একই সঙ্গে নিয়মিত মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হচ্ছে, বিশেষ করে মাদকবিরোধী অভিযান জোরদার রাখা হয়েছে।

সভায় জেলার বিভিন্ন স্থানে সংঘটিত চুরি, ছিনতাই, ডাকাতি, ধর্ষণ, অপহরণসহ চাঞ্চল্যকর ঘটনাগুলো নিয়ে আলোচনা ও পর্যালোচনা করা হয়। জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, “আইন-শৃঙ্খলা বাহিনীর নিরলস প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে অপরাধ দমনে স্থানীয় পর্যায়ে আরও সচেতনতা ও সহযোগিতা প্রয়োজন।”

সভায় ময়মনসিংহের পুলিশ সুপার কাজী আখতারুল আলম, সিভিল সার্জন মোহাম্মদ ছাইফুল ইসলাম খানসহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্য এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Author

আরও খবর

Sponsered content