সারাদেশ

ময়মনসিংহ বোর্ডে এসএসসি পুনর্মূল্যায়নে ২১০ জন ফেল থেকে পাস, জিপিএ-৫ বেড়ে ১৬৬ জন

  প্রতিনিধি ১০ আগস্ট ২০২৫ , ৩:২৪:৫৭ প্রিন্ট সংস্করণ

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহ শিক্ষা বোর্ডে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার পুনর্মূল্যায়নে ২১০ জন শিক্ষার্থী ফেল থেকে পাস করেছেন। একইসঙ্গে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা বেড়ে ১৬৬ জন হয়েছে।

রবিবার (১০ আগস্ট ২০২৫) এ তথ্য নিশ্চিত করেছেন ময়মনসিংহ শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান।

বোর্ড সূত্রে জানা গেছে, পুনর্মূল্যায়নের জন্য মোট ৪৬,৬৬৪টি আবেদন জমা পড়েছিল। এসবের মধ্যে ৩,৮টি উত্তরপত্রে নম্বর বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে ১,৫৯০টি আবেদনে শিক্ষার্থীদের গ্রেড পয়েন্ট পরিবর্তন হয়েছে। বাকি আবেদনগুলোতে নম্বর বাড়লেও গ্রেড অপরিবর্তিত রয়েছে।

পুনর্মূল্যায়নের ফলে বোর্ডের সামগ্রিক পাশের হার ০.২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। প্রাথমিক ফলাফলে পাশের হার ছিল ৫৮.২২ শতাংশ, যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮.৪২ শতাংশে। পাসের সংখ্যা ৬১,৪৫৬ জন থেকে বেড়ে হয়েছে ৬১,৬৬৬ জন।

অন্যদিকে, জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ৬,৬৭৮ জন থেকে বেড়ে হয়েছে ৬,৮৪৪ জন।

ফলাফল প্রকাশিত হয়েছিল ১০ জুলাই। পুনর্মূল্যায়নের আবেদন গ্রহণ করা হয় ১১ থেকে ১৭ জুলাই পর্যন্ত।

ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ শহীদুল্লাহ বলেন, “পরীক্ষার খাতা মূল্যায়নে পরীক্ষকদের কিছু ভুলের কারণে এ ধরনের ত্রুটি ঘটে থাকে।”

Author

আরও খবর

Sponsered content