শিক্ষা ও ক্যাম্পাস

রাবিপ্রবিতে আগামীকাল শুরু হচ্ছে প্রথম বর্ষের ক্লাস

  প্রতিনিধি ১০ আগস্ট ২০২৫ , ১২:৫১:১৭ প্রিন্ট সংস্করণ

রাবিপ্রবি প্রতিনিধিঃ রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান/ইঞ্জিনিয়ারিং) প্রথম বর্ষের ক্লাস কার্যক্রম আগামীকাল সোমবার (১১ আগস্ট) থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতিমধ্যে সকল প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে।

শনিবার (৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মোহাম্মদ জুনাইদ কবির সাক্ষরিত এক নোটিশে বিষয়টি জানানো হয়।

নোটিশে বলা হয়, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে বিভিন্ন বিভাগে স্নাতক(সম্মান/ইঞ্জিনিয়ারিং) শ্রেণির ১ম বর্ষ ১ম সেমিস্টারে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম আগামী ১১ আগস্ট (সোমবার) সকাল ১০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ এর সভাকক্ষ-২ এ অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে গুচ্ছভূক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত ভর্তি গত ৩ আগস্ট থেকে ৭ আগস্ট পর্যন্ত চলমান ছিল৷

Author

আরও খবর

Sponsered content