সারাদেশ

রামগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র ও ইয়াবা সহ গ্রেপ্তার ১

  প্রতিনিধি ১০ আগস্ট ২০২৫ , ১২:৪২:৩১ প্রিন্ট সংস্করণ

লক্ষ্মীপুর৷ জেলা প্রতিনিধিঃ গোপন সংবাদের ভিত্তিতে লক্ষ্মীপুরের রামগঞ্জে যৌথ বাহিনী অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও ইয়াবা সহ মো. মিজানুর রহমান ওরফে ‘ইয়াবা কামরুল’ (৪৩)নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ।জানা গেছে  শনিবার (৯ আগস্ট) রাত ১১ টায় লামচর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ঠাকুর বাড়ি এলাকায় রামগঞ্জ সেনাবাহিনী ক্যাম্পের নেতৃত্বে ও রামগঞ্জ থানা পুলিশের সমন্বয়ে এ যৌথ অভিযান পরিচালনা করে কামরুলকে গ্রেপ্তার করা হয় ।

এ সময় ইয়াবা কামরুলের বাসা থেকে ৯৫টি ইয়াবা বড়ি, একটি ধারালো ছুরি, একটি স্থানীয়ভাবে তৈরি আগ্নেয়াস্ত্র এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল বারি জানান,গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরন করা হচ্ছে। অবৈধ অস্ত্র ও মাদক দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Author

আরও খবর

Sponsered content