প্রতিনিধি ১০ আগস্ট ২০২৫ , ৩:২২:৪৬ প্রিন্ট সংস্করণ
আব্বাস উদ্দিন:জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া: সরাইল থানা, ব্রাহ্মণবাড়িয়য় এর বিশেষ অভিযানে,অদ্য,১০/০৮/২০২৫ ইং তারিখে এক বিশেষ অভিযান পরিচালনা করেন। উক্ত অভিযানে উদ্ধারকৃত আলামত ভারতীয় তৈরী ১১৬৩টি শাড়ী ও ৯০০০ (নয় হাজার) পিচ ভারতীয় তৈরী Skin Sunrise Cream এবং ০১টি ঢাকা মেট্টোঃ ট-২৪-৩৫৩৬ ট্রাক সহ ০১(এক) জন আটক করা হয়।
সরাইল থানাধীন শাহবাজপুর মেসার্স জিলানী প্রেট্টোল পাম্পের সামনে ঢাকা সিলেট মহাসড়কের উপর অভিযানটি পরিচালনা করা হয়।
ইংরেজি-০৯/০৮/২০২৫খ্রিঃ তারিখ ২৩.৩০ ঘটিকার সময় এসআই(নিরস্ত্র)/রহমান খান পাঠান, এএসআই(নিরস্ত্র)/ইমরান আহমেদ সঙ্গীয় ফোর্সসহকারে অত্র থানা এলাকায় ওয়ারেন্ট, মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করাকালে বর্ণিত ঘটনাস্থল হইতে ধৃত আসামী-মোঃ ওবায়দুর রহমান(২১), পিতা-মোঃ হেলাল উদ্দিন, মাতা-রেহেনা বেগম, সাং-কয়লারদি হাটি, ১নং ওয়ার্ড, থানা-শিবগঞ্জ, জেলা-চাপাইনবাবগঞ্জ এর ০১টি ঢাকা মেট্টোঃ ট-২৪-৩৫৩৬ ট্রাক। (ক) ১১৬৩ (এক হাজার একশত তেষট্টি) পিচ ভারতীয় তৈরী শাড়ী, যাহার প্রতিটি শাড়ীর মূল্য অনুমান ২০০০/- (দুই হাজার) টাকা করিয়া সর্বমোট (১১৬৩X২০০০)= ২৩,২৬,০০০/- (তেইশ লক্ষ ছাব্বিশ হাজার) টাকা এবং (খ) ০৯ (নয়) টি প্লাস্টিকের বস্তায় ভারতীয় তৈরী Skin Sunrise Cream, যাহার প্রতিটি বস্তায় ০২টি করিয়া (৯X২)= ১৮ (আঠার) বড় কার্টন, যাহার প্রতিটি বড় কার্টনে ২০টি করিয়া (২০X১৮)= ৩৬০ (তিনশত ষাট) ছোট কার্টন, যাহার প্রতিটি ছোট কার্টনে ২৫ পিচ করিয়া (২৫X৩৬০)= ৯০০০ (নয় হাজার) পিচ ভারতীয় তৈরী Skin Sunrise Cream, যাহার প্রতি পিচ ক্রিমের মূল্য অনুমান ২৬০/- টাকা করিয়া সর্বমোট (২৬০X৯০০০)= ২৩,৪০,০০০/- (তেইশ লক্ষ চল্লিশ হাজার) টাকা উদ্ধার করতঃ উক্ত আলামত বিধি মোতাবেক উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
সরাইল থানার এফআইআর নং- ১৪, তারিখ- ১০ আগষ্ট, ২০২৫; ধারা- The Special Power act 1974 Gi 25B(1)(b)/25D