প্রতিনিধি ১১ আগস্ট ২০২৫ , ২:২৬:২৮ প্রিন্ট সংস্করণ
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় সাদিয়া খাতুনের মিথ্যা ও বানোয়াট সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন শাহপাড়া গ্রামের বাসিন্দা মোঃ আবু তালেব গাইন।সোমবার (১১ আগস্ট) দুপুরে প্রেসক্লাব পাইকগাছায় লিখিত বক্তব্যে তিনি জানান, গত ১১ জুন একই গ্রামের মৃত আবু বক্কর গাইনের ছেলে রবিউল গাইন ও দাউদ গাইনের ছেলে নুর ইসলাম গাইনের সহযোগিতায় তার ছেলে মোঃ আহসানউল্লাহকে সাদিয়া খাতুনের সঙ্গে পাইকগাছার এক অ্যাডভোকেটের মাধ্যমে রেজিস্ট্রি বিয়ে করানো হয়। সেদিন সাদিয়া খাতুন নিজ পিতার বাড়িতে অবস্থান করলেও পরবর্তীতে নুর ইসলাম ও রবিউল গাইন তার সই করান। বিষয়টি জানাজানি হলে ২২ জুন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাদিয়ার দাদা রমজান আলীর মধ্যস্থতায় বয়স কম থাকায় বিবাহ বিচ্ছেদের জন্য এক লাখ ৬০ হাজার টাকা দেনমোহর পরিশোধ করা হয়।
সংবাদ সম্মেলনে আবু তালেব গাইন বলেন, এরই মধ্যে ২৬ জুন থেকে আহসানউল্লাহর এইচএসসি পরীক্ষা শুরু হয়। কিন্তু ১৬ জুলাই মেয়ের ফুফু জাহানারা খাতুন আহসানউল্লাহকে বাড়িতে ডেকে নিয়ে যায় এবং পরদিন সকালে সাদিয়ার পরিবার এলাকায় প্রচার করে যে তাদের মেয়ে নিখোঁজ হয়েছে। ওইদিন বিকালে ষড়যন্ত্র করে স্থানীয় ইউপি সদস্য জুলেখা আহসানউল্লাহকে আশাশুনি থানার তেতুলিয়ায় তার আত্মীয়ের বাড়িতে নিয়ে গিয়ে ভয়ভীতি দেখিয়ে একটি ননজুডিশিয়াল স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর করিয়ে ঢাকায় অবস্থানরত রবিউল গাইনের কাছে পাঠিয়ে দেয়। পরে ২২ জুলাই সাদিয়াকেও ঢাকায় রবিউল এর কাছে পাঠান।
তালেব আরো বলেন, সর্বশেষ ২ আগস্ট আহসানউল্লাহর ফোনের মাধ্যমে জানতে পারি রবিউল গাইন তার ছেলে আহসানউল্লাহ ও সাদিয়াকে নির্যাতন করছে। একারণে ঢাকায় গিয়ে কৌশলে তাদের উদ্ধার করে এলাকায় ফেরত আনেন এবং সাদিয়াকে পরিবারের কাছে হস্তান্তর করেন। তবে মেয়ের পিতা শাহীন সরদার তা না মেনে পুনরায় মেয়েকে আবু তালেবের বাড়িতে পাঠিয়ে দেন এবং পরবর্তীতে মেয়ের জামাই নুর হোসেনের মাধ্যমে নিজ বাড়িতে নিয়ে যান।
সংবাদ সম্মেলনে আবু তালেব গাইন দাবি করেন, গত ১০ আগস্ট প্রেসক্লাব পাইকগাছায় সাদিয়া খাতুন যে সংবাদ সম্মেলন করেছেন তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। এ ঘটনায় তিনি সংশ্লিষ্ট প্রশাসনের কাছে বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।