প্রতিনিধি ১১ আগস্ট ২০২৫ , ২:৪৯:১৩ প্রিন্ট সংস্করণ
রাইবাতুল তানজুম রিমি,আন্তর্জাতিক সংবাদদাতাঃ ময়মনসিংহ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৪, ময়মনসিংহের ‘Lost and Found Cell’ তথ্যপ্রযুক্তির সহায়তায় বিভিন্ন এলাকা থেকে উদ্ধার করা ৪টি হারানো মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে ফেরত দিয়েছে।
র্যাব সূত্রে জানা যায়, হারানো ও ছিনতাইকৃত মোবাইল ফোন উদ্ধারের লক্ষ্যে র্যাব-১৪ এর অধীনে বিশেষ সেল ‘Lost and Found Cell’ গঠন করা হয়েছে। এর ধারাবাহিকতায় ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানা, ঢাকার মিরপুর এবং দিনাজপুর জেলার সদর থানা এলাকা থেকে জিডির ভিত্তিতে মোবাইলগুলো উদ্ধার করা হয়।
আজ সোমবার (১১ আগস্ট ২০২৫) দুপুর ১২টায় র্যাব-১৪, ময়মনসিংহের অধিনায়ক উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো আনুষ্ঠানিকভাবে মালিকদের হাতে তুলে দেন।র্যাব-১৪ জানায়, হারানো ও ছিনতাইকৃত মোবাইল ফোন উদ্ধার এবং সংশ্লিষ্ট অপরাধীদের গ্রেপ্তারে তাদের এই কার্যক্রম নিয়মিতভাবে চলমান থাকবে।