আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: সমালোচনার মুখে ময়মনসিংহ সার্কিট হাউস মাঠের ‘সালামী মঞ্চের’ চারপাশে দেয়াল নির্মাণের কাজ শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন।রবিবার (১০ আগস্ট ২০২৫) বিকালে মঞ্চের চারপাশে ইটের গাঁথুনি দিয়ে দেয়াল নির্মাণ শুরু হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়লে বিভিন্ন মহল থেকে তীব্র সমালোচনা শুরু হয়। পরে জেলা প্রশাসক মোঃ মুফিদুল আলম সাংবাদিকদের মোবাইলে বার্তা পাঠিয়ে কাজ বন্ধ করার বিষয়টি নিশ্চিত করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দেয়াল নির্মাণের কারণে মাঠের খোলামেলা দৃশ্য ব্যাহত হওয়ার পাশাপাশি খেলাধুলায়ও সমস্যা হতো। সন্ধ্যায় দেখা যায়, শ্রমিকরা ইটগুলো তুলে গর্তে মাটি ভরাট করছেন।প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জায়গাটিতে অনেকেই গাড়ি পার্কিং করায় ছোট দেয়াল দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে জনমনে প্রতিক্রিয়া দেখা দেওয়ায় এ সিদ্ধান্ত থেকে সরে আসা হয়।
মাঠে খেলতে আসা যুবক মেহেদী হাসান বলেন, “বারবার ইটের গাঁথুনি দিয়ে মাঠটিকে আবদ্ধ করার চেষ্টা করা হচ্ছে; যা মোটেও কাম্য নয়। মাঠটি শুরু থেকে যেমন ছিল, তেমনই থাকা উচিত।”ব্রহ্মপুত্র সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক আবুল কামাল আল আজাদ বলেন, “মাঠে দেয়াল তৈরির অপতৎপরতা বন্ধ করতে হবে; না হলে আমরা বসে থাকব না।”
সুজন ময়মনসিংহ মহানগর শাখার সহসভাপতি তৌহিদুজ্জামান ছোটন বলেন, “উন্মুক্ত মাঠে বাউন্ডারি দিয়ে সৌন্দর্য নষ্ট করা যাবে না। এখানে প্রধানমন্ত্রীসহ অনেকেই গার্ড অব অনার নিয়েছেন। নিরাপত্তার দোহাই দিয়ে মাঠে ইটের গাঁথুনি দেওয়া ঠিক হবে না।”জেলা প্রশাসক জানান, “এটা সালামী মঞ্চ। ভুল করে উঁচু করে ফেলেছে, সরিয়ে নিতে বলেছি।