সারাদেশ

লন্ডন প্রবাসীর পরিচয়ে প্রেমের ফাঁদ, ১৩ লাখ টাকা আত্মসাৎ, ভালুকায় প্রতারক গ্রেপ্তার

  প্রতিনিধি ১১ আগস্ট ২০২৫ , ১২:৩২:১০ প্রিন্ট সংস্করণ

শাহীন আলম তালুকদার প্রতারক

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় লন্ডন প্রবাসীর পরিচয় দিয়ে প্রেমের ফাঁদে ফেলে এক নারীর কাছ থেকে ১৩ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগে শাহীন আলম তালুকদার (৪২) নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪।রবিবার (১০ আগস্ট ২০২৫) ভোরে র‍্যাব-১৪’র কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সামসুজ্জামানের নেতৃত্বে হবিরবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভুক্তভোগী নারী রত্না আক্তার ভালুকার মাস্টারবাড়ি আরিফ স্পিনিং মিলে চাকরি করতেন। সেখানে শাহীন আলমের সঙ্গে তার পরিচয় হয়। অবিবাহিত রত্নার সরলতার সুযোগ নিয়ে শাহীন নিজেকে লন্ডন প্রবাসী মামুন হিসেবে পরিচয় দেন এবং বিয়ের প্রলোভন দেখান। পরে নিজেকে অসুস্থ দাবি করে সিঙ্গাপুরে চিকিৎসা নিতে যাওয়ার কথা বলে কয়েক দফায় মোট ১৩ লাখ টাকা হাতিয়ে নেন।

দীর্ঘ সময় পার হলেও বিয়ে না হওয়ায় রত্নার সন্দেহ হয়। পরে বিষয়টি বুঝতে পেরে তিনি গত ১০ এপ্রিল ভালুকা মডেল থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকে শাহীন ও তার সহযোগীরা পলাতক ছিলেন।ভালুকা মডেল থানার ওসি মোঃ হুমায়ুন কবির জানান, এ ঘটনায় থানায় একাধিকবার সালিশ হলেও প্রতারক টাকা ফেরত দেননি। গ্রেপ্তারের পর রোববার দুপুরে পাঁচ দিনের রিমান্ড আবেদনসহ শাহীন আলমকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Author

আরও খবর

Sponsered content