প্রতিনিধি ১২ আগস্ট ২০২৫ , ২:০৫:৫৭ প্রিন্ট সংস্করণ
পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুর উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম ফরাজির বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ও ভিডিও প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১১ আগস্ট) দুপুরে নাজিরপুর উপজেলা সংবাদ প্রতিনিধির কার্যালয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ব্যবসায়ী বিপ্লব হালদার লিখিত বক্তব্য পাঠ করেন। এতে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবকদল নেতা তৌহিদুল ইসলাম ফরাজি সহ উপজেলা স্বেচ্ছাসেবকদল ও শ্রমিক দলের নেতৃবৃন্দ এবং স্থানীয় ও জাতীয় গণমাধ্যমের সাংবাদিকগন।
লিখিত বক্তব্যে বিপ্লব হালদার বলেন, তিনি দীর্ঘদিন ধরে আমি উপজেলার শাখারীকাঠী (বকুলতলা) এলাকায় মোবাইল ও নগদ-বিকাশ সেবা প্রদানসহ ব্যবসা করে আসছি। সম্প্রতি ফেসবুকে একটি ভুয়া আইডি থেকে আমার সাথে উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক তৌহিদুল ইসলাম ফরাজিকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়, যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
এসময় তিনি জানান, গত ৪ আগস্ট রাতে বকুলতলা থেকে নাজিরপুর যাওয়ার পথে উপজেলার শাখারীকাঠি আশ্রমের কাছ থেকে আমি অজ্ঞাত কয়েকজনের হামলা ও চাঁদাবাজির শিকার হই। তাৎক্ষনিক আমি তাদের নাম না জানলেও পরে খোঁজ নিয়ে জানতে পারি, স্থানীয় মোটরসাইকেল চালক আলামিন ও ছাত্রদল নেতা আবু তালেবের নেতৃত্বে আমাকে মারধর করা হয় এবং এসময় আমার সাথে থাকা টাকা-পয়সা নিয়ে যায়। তবে এ ঘটনার সঙ্গে সেচ্ছাসেবকদলের নেতা তৌহিদুল ইসলাম ফরাজি ভাইয়ের কোনো সম্পৃক্ততা নেই এবং তাঁর সঙ্গে দীর্ঘদিনের আমার পারিবারিক সুসম্পর্ক রয়েছে।
সংবাদ সম্মেলনে বিপ্লব হালদার আরও জানান, একটি মহল আমার সঙ্গে তৌহিদুল ইসলাম ফরাজির সুসম্পর্ক নষ্ট ও সামাজিকভাবে আমাদের হেয় করতে পরিকল্পিতভাবে এই চক্রান্ত চালাচ্ছে।